হুমায়ুন রশিদ,টেকনাফ(২ জুন) :: ঘূর্ণিঝড় মোরার তান্ডবে লন্ডভন্ড হয়ে যাওয়া প্রবালদ্বীপ সেন্টমার্টিন ও শাহপরীরদ্বীপ পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রতিনিধি দল।
জানা যায়,২জুন সকাল সাড়ে ১০টারদিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম,স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি,জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা শাহ আলম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালীর সমন্বয়ে একটি ত্রাণ প্রতিনিধি দল সাবরাং ইউনিয়নে আগমন করেন। এসময় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ শত শত নারী-পুরুষ মন্ত্রীকে কাছে পেয়ে উল্লাসিত হয়ে উঠেন।
এরপর তিনি মোটর সাইকেলে চড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখার পর শাহপরীরদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল মাঠে ১হাজার পরিবারের মধ্যে চাল এবং ২শ পরিবারের মধ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক,সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর,উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান,সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান মিয়া,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নাসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক কর্মী,প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও স্থানীয় এমপি আব্দুর রহমান বদির নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল প্রবালদ্বীপ সেন্টমার্টিন পরিদর্শন করেন।
বাদে জুমা সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত অতিথিবৃন্দের আলোচনা শেষে নেতৃবৃন্দ ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ১হাজার পরিবারকে চাল ও ২শ পরিবারকে নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় বানৌজার ক্যাপ্টেন এহসানুল করিম,নৌবাহিনীর সেন্টমার্টিন কমান্ডার লেঃ আল আমিন,কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার ক্যাপ্টেন মোঃ শহীদ,জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব সোনা আলী,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ,টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ,মেম্বার-মহিলা মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta