হুমায়ূন রশিদ,টেকনাফ(১৫ জানুয়ারী) :: প্রবালদ্বীপ সেন্টমার্টিন ভ্রমন শেষে পর্যটক নিয়ে ফেরার সময় বঙ্গোপসাগরের মোহনায় মাঝপথে ইঞ্জিন বিকল আটকা পড়ে।
জানা যায়, ১৫ জানুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল যাত্রী নিয়ে ফিরে আসার সময় হঠাৎ যান্ত্রিক গোল দেখা দিলে বিকল হয়ে পড়ে।
এসময় তীব্র শীতে জাহাজে থাকা প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ ও শিশু পর্যটকেরা চরম আতংকে পড়ে যান। এই খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের আরো একটি জাহাজকে পর্যটকদের ফেরত আনতে পাঠায়।
রাত সোয়া ৯টায় শাহপরীর দ্বীপ পয়েন্ট হতে আটকেপড়া জাহাজসহ পর্যটকদের উদ্ধার করে দমদমিয়া জেটিঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত পৌনে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পর্যটকেরা ঘাটে পৌঁছেনি।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হোসেন ছিদ্দিক সাংবাদিকদের যান্ত্রিক ত্রুটির কারণে পর্যটক বোঝাই জাহাজ বিকল হওয়ার সত্যতা জানিয়ে বলেন, সেন্টমার্টিন হতে ফেরার পথে আটকেপড়া পর্যটকদের নিরাপদে উদ্ধারের কাজ চলছে।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta