কক্সবাংলা ডটকম(২০ মে) :: সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কোনো সমস্যা দেখছেন না বিশ্লেষকেরা। তবে অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়ে তারা বলছেন দেশের সেনাবাহিনী সৌদি আরবের নেতৃত্বে অন্য কোনো দেশে মোতায়েন হলে প্রশ্নবিদ্ধ হবে পররাষ্ট্রনীতি।
সন্ত্রাস ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে সৌদি আরবের নেতৃত্বে ৩৪ মুসলিম দেশ নিয়ে সামরিক জোট গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থটস। এতে থাকা না-থাকার প্রশ্নে চূড়ান্ত কিছু না জানালেও, আপাতত তথ্য বিনিময় ও গবেষণায় বাংলাদেশ অংশ নেবে বলে জানাচ্ছে সরকার। পাশাপাশি মক্কা-মদিনা রক্ষায় রিয়াদ চাইলে সেনা পাঠাবে ঢাকা।
এ অবস্থায় সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক আমেরিকান সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরবেন তিনি।
বহির্বিশ্বের সঙ্গে তাল-মিলিয়ে চলতে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটে থাকা দোষের কিছু নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এতে বাংলাদেশের ভূমিকা আরও স্পষ্ট হওয়া দরকার বলেও মত তাদের।
দেশের বড় শ্রম বাজার সৌদি আরব। দীর্ঘদিন ধরে দেশটিতে জনশক্তি রপ্তানিতে চলছে মন্দাভাব। জোট আন্তর্ভূক্তির সুবিধা এ খাতে মিলতে পারে বলেও আশা তাদের।
আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে মক্কা-মদিনায় ইরান বা ইয়েমেনের হামলার আশঙ্কা নেই উল্লেখ করে বিশ্লেষকেরা বলছেন দেশের সেনাবাহিনী সৌদি আরবের নেতৃত্বে অন্য কোন দেশে মোতায়েন হলে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta