প্রেস বিজ্ঞপ্তি(৮ জুলাই) :: হজরকত মাওলানা নুরুল হক ডুলা ফকির (রাঃ) ওয়াক্ফ এস্টেটের পরিচালনা কমিটির এক বিশেষ জরুরী সভা গত শুক্রবার বিকাল ৫টার সময় মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি অছিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আবদুল আজিজ।
মোবাইল ফোনের মাধ্যমে পরিচালনা কমিটির সভাপতি ও মাননীয় জেলা প্রশাসক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পরিচালনা কমিটির মতোয়াল্লী এ.এম. নজিব আহমদ ও সাধারণ সম্পাদক বদিউল আলম (সাংবাদিক), ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম, কক্সবাজার সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, মাষ্টার জাফর আলম ও এহেছান উল্লাহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন-ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কমিটির সহ-সম্পাদক আবুল কালাম, কমিটির অর্থ সম্পাদক আবদুস সালাম, কমিটির সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ, নুরুল আবছার হেলালী, দিদারুল ইসলাম কোম্পানী, মিজানুর রহমান মিজান, লুৎফুর রহমান আজাদ, সাইফুল ইসলাম, বিশিষ্টি মুক্তিযোদ্ধা শামশুল আলম ও আলমাছিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ ও খতীব মাওলানা নুরুল আবছার কাদেরী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী ১৫ দিনের মধ্যে ইসলামাবাদ ইউনিয়ন ও ইসলামপুর ইউনিয়ন থেকে ১০০জন ব্যক্তিকে সদস্যভূক্ত করা, উক্ত ২টি ইউনিয়ন থেকে ১০ জনকে পরিচালনা কমিটিতে কো-অপ্ট করা এবং নুর সিদ্দিককে আহবায়ক করে ভুমি উন্নয়ন উপ-কমিটি ও অছিউর রহমানকে আহবায়ক করে অর্থ উপ-কমিটি গঠনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি বলেন যে, হযরত ডুলা ফকির (রাঃ) মাজার অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। তাঁর মাজার, মসজিদসহ অন্যান্য অবকাঠামোকে আধুনিক নির্মাণ শৈলীর মাধ্যমে দৃষ্টি নন্দন করে গড়ে তোলার লক্ষ্যে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার তিনি আহবান জানান। এ খাতে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদানের জন্যও তিনি প্রতিশ্র“তি প্রদান করেন।
Posted ১১:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta