এম.নজরুল ইসলাম,কুতুবদিয়া(২০ জুন) :: কুতুবদিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে মঙ্গলবার) বিকেল চার টায় ঘূর্ণিঝড় মোরায় ক্ষতি্গ্রস্ত উপজেলার ১১ পরিবারকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা (প্রতি পরিবার ১০ হাজার টাকা) বিতরণ করা হচ্ছিল কুতুবদিয়া সমিতির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্ঠা প্রবীন আ’লীগ নেতা শফিউল আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তোলে দেয়ার আগে ঘূর্ণিঝড় মোরায় সাগরে হারিয়ে যাওয়া কুতুবদিয়া উপকূলের জেলেদের ব্যাপারে কথা তুলতেই ছেলে শোকে কাতর উত্তর ধুরুং ইউনিয়নের নজু বাপের পাড়ার একই পরিবার থেকে হারিয়ে যাওয়া তিন জেলের বৃদ্ধা মা ফাতেমা বেগম হাও মাও করে কেঁদে ফেলেনে।
এতে সভা কক্ষ শোকে স্তব্ধ হয়ে যায়।ভারি হয়ে উঠে সভা কক্ষের পরিবেশ। পরে তাকে সান্তনা দেন ইউপি
চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলামসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে,গত ৩০ মে নাজু বাপের পাড়ার মৃত কালোর তিন ছেলে ইউনুছ,শফিকুর রহমান ও শওকত আলম
সাগরে মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়। ১৯ দিন পার হলেও খোঁজ মেলেনি কারো।
এরপর কুতুবদিয়া সমিতির এই মহিতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরী, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও শফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম.হাছান কুতুবী, এম.নজরুল ইসলাম, যুবলীগ নেতা আবু জাফর সিদ্দীকী, ছাত্রলীগ নেতা মোদাচ্ছের, শ্রমীকলীগ নেতা আবদু রহিম সিকদার রাসেল প্রমুখ।
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta