কক্সবাংলা ডটকম :: তারকাদের নতুন নতুন তথ্য জানতে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ওত পেতে থাকেন নেটি নাগরিকরা। আর সেখানেই প্রতি মুহূর্তে তারকাদের নানা অজানা তথ্য ভাইরাল হচ্ছে।
একদিকে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অন্যদিকে কৃতি স্যানন।
দুই অভিনেত্রীই তাঁদের মনের মানুষ খুঁজে পেয়েছেন, কিন্তু কিছুতেই প্রকাশ্যে আনছেন না নিজেদের সম্পর্কের বিষয়টা। কয়েক মাস ধরেই ব্যক্তিগত জীবনের কারণে সংবাদের শিরোনামে রয়েছেন কৃতি স্যানন।
এর আগে সুপারস্টার প্রভাসের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন উঠেছিল।
কিন্তু বিষয়টি ধামাচাপা পড়তে বেশিদিন সময় লাগেনি। মাস কয়েক ধরেই গুঞ্জন, দীর্ঘদিন ধরে ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে প্রেম করছেন কৃতি স্যানন।
তাঁদের দু-একবার প্রকাশ্যেও দেখা গিয়েছে।
দুজনকে তাঁদের পরিবারের সঙ্গেও দেখা গিয়েছে। বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী কৃতি স্যানন। ২০২৩ সালে ‘মিমি’ ছবির জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
স্বল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি।
যাই হোক, প্রায়শই কৃতিকে কবির বাহিয়ার সঙ্গে আড্ডা দিতেও দেখা গিয়েছে একাধিকবার। এবার কৃতি-কবিরের কয়েকটি অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে।
যা কিনা ইঙ্গিত দিয়েছে যে, কবিরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কৃতি স্যানন।
কিন্তু এখনও তাঁরা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক করেননি। তাঁরা দুবাইয়ে একসঙ্গে নববর্ষ পালন করেছেন। একসঙ্গে দুবাইতে ছুটি কাটাচ্ছেন।
এছাড়াও কৃতি এবং কবিরের একটি অন্তরঙ্গ ছবি অনলাইনে ফাঁস হয়েছে। যেখানে তাঁদের দুজনকে পুলে ডুব দিতে দেখা যায়। শার্টবিহীন কবিরের হাত কৃতির চারপাশে আবৃত করে রেখেছে।
তবে ছবিটি পিছন থেকে তোলা, কারো মুখ দেখার যাচ্ছেনা। কিন্তু ছবি ভাইরাল হতেই ভক্তরা দাবী করেছেন, এই দম্পতি কৃতি-কবিরই।
আর একটি ছবিতে কৃতিকে কবিরের বাহুতে জড়িয়ে থাকতে দেখা যায় গিয়েছে। ছবিতে অভিনেত্রীর বোনকেও দেখা গিয়েছে।
অন্য একটি ভিডিওতেও দেখা যাচ্ছে, তাঁরা দুজন একসঙ্গে পাকিস্তানি অভিনেত্রী মেহভিশ হায়াতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সুতরাং এখানেই স্পষ্ট কৃতি এবং কবির চুটিয়ে প্রেম করছেন।
এমনকী দু’জনকে মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপন করতেই দেখা গিয়েছিল।
অপ্রত্যাশিতদের জন্যে কৃতির গুজব প্রেমিক কবিরের বয়স ২৬, তিনি কৃতির থেকে ১০ বছরের ছোট, কিন্তু বয়স কেবল একটি সংখ্যা মাত্র, তাঁদের দেখলেই বোঝা যায়।
২০২৫ সালের শেষে তাঁরা বিয়ে করতে পারেন বলে গুঞ্জন। পেশাদার ফ্রন্টে, কৃতিকে শেষবার নেটফ্লিক্স ফিল্ম দো পাট্টিতে দেখা গিয়েছিল, যেটি প্রযোজক হিসেবেও তার আত্মপ্রকাশ ছিল।
ছবিতে আরও অভিনয়ে করেছিলেন, কাজল, শাহীর শেখ, ব্রজেন্দ্র কালা, তানভি আজমি, প্রাচি শাহ পান্ড্য এবং অন্যান্যরা।
Posted ১১:১১ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta