কক্সবাংলা ডটকম(৩১ ডিসেম্বর) :: বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি তাদের ওয়েবসাইটে নতুন বছরের জন্য ক্রেতা-ভক্তদের শুভেচ্ছা জানিয়েছে। সেখানে এক বিজ্ঞাপন দেখে রীতিমত চমকে উঠছেন ভক্তরা। বিজ্ঞাপনে লেখা, ‘ন্যু ক্যাম্পকে আলোয় আলোকিত করতে প্রস্তুত ফিলিপে কৌতিনহো। এই জাদুকরের নাম লেখা ২০১৭-১৮ মৌসুমের বার্সেলোনা ক্রীড়াসামগ্রী সংগ্রহ করুন এখনই। বিক্রয় সীমিত, পাওয়া যাবে কেবল ৬ জানুয়ারি পর্যন্ত।’
নাইকির এমন বিজ্ঞাপনে ইউরোপিয়ান ফুটবল জুড়ে উঠেছে আলোচনার ঝড়। গত গ্রীষ্মকালীন দলবদলে যাকে দলে টানতে পারেনি বার্সা, শেষ পর্যন্ত সেই কৌতিনহোকে কী তবে দলে টেনে ছাড়ল তারা? নাইকির বিজ্ঞাপন যেন ইঙ্গিত দিচ্ছে তারই।
বার্সার ক্রীড়াসামগ্রী প্রস্তুত করে নাইকি। তাই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনকে একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না। কৌতিনহোকে নিয়ে বিজ্ঞাপন কী নাইকি স্বেচ্ছায় প্রকাশ করেছে নাকি তা হ্যাকারদের কাজ সেটি নিয়েও চলছে জল্পনা-কল্পনা। পরে অবশ্য নিজেদের ওয়েবসাইট থেকে সেই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে নাইকি।
অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক্সপ্রেস জানাচ্ছে, বার্সেলোনার সঙ্গে চলতি সপ্তাহে গোপন চুক্তি সারা হয়ে গেছে কৌতিনহোর। ১২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আগামী মৌসুমেই লিভারপুল ছেড়ে বার্সায় পাড়ি জমাবেন এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড। সংবাদ মাধ্যমটির দাবি, নাইকি যে বিজ্ঞাপন দিয়েছে তা বুঝে-শুনেই দেয়া।
তবে বার্সার সঙ্গে কৌতিনহোর দলবদল নিয়ে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছে লিভারপুলের মার্কিন মালিকপক্ষীয় সংস্থা ফেনওয়ে স্পোর্টস। তাদের দাবি বার্সার সমস্ত প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে লিভারপুল।
নেইমার পিএসজিতে পাড়ি জমানোর পর থেকেই তার বিকল্প হিসেবে আরেক ব্রাজিলিয়ান কৌতিনহোর পেছনে লেগে আছেন বার্সা কর্মকর্তারা। একাধিকবার দাম হাঁকিয়েও চলতি মৌসুমের শুরুতে তাকে পায়নি। তবে আশা হারায়নি কাতালান ক্লাবটি। অলরেডদের জার্সি গায়ে দুর্দান্ত ফর্মেও আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে সাত গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ছয়টি গোল করিয়েছেন কৌতিনহো।
Posted ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta