কক্সবাংলা ডটকম(২৬ জুন) :: একটা সময় সনির সব কটা ফোন বাজারে বেশ সারা ফেলেছিল। গত এক দু’বছরে পুরনো সেই জৌলুস ফিরিয়ে উথে পরে লেগেছে এই সংস্থাটি। দক্ষিণ কোরিয়ার এই সংস্থা নতুন একটি ফোন বাজারে নিয়ে এসেছে। এটি সনির এক্সপেরিয়া সিরিজের ফোন। ফোনটির মডেল সনি ‘এক্সপেরিয়া এল1’।
ফোনটি বাজারে আসার পর থেকে বেশ সারা ফেলে দিয়েছে। এই ফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলিউশন ৭২০x১২৮০ পিক্সেল। এর ওজন ১৮০ গ্রাম। এর ১৫১x৭৪x ৮.৭০ মিলিমিটার পুরু গ্লাস। এছাড়াও এতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
সনির নতুন ফোনটিতে মিডিয়াটেক এমটি৬৭৩৭ টি। এতে কোয়াড কোর ১.৪ গিগাহার্জের প্রসেসর। ২ জিবি র্যামের এই ফোনটিতে ১৬ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
সনি ‘এক্সপেরিয়া এল1’ ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অ্যানড্রয়েড ৭.০ নুগাট অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ২৬২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে.
Posted ৩:৫০ অপরাহ্ণ | সোমবার, ২৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta