
কক্সবাংলা ডটকম(২৭ আগস্ট) :: দেখতে দেখতে সিনেমা জগতে ১৭ বছর কাটিয়ে দিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন। সাফল্যের পালক যেমন তাঁর ঝুলিতে, ব্যর্থতার পাঁকও যে তার গায়ে লাগেনি এমন নয়। তবু ১৭–র পূর্ণ মুহূর্তে নস্টালজিক এই অভিনেতা।
ভবিষ্যতে তিনি পরিচালকও হতে চান। রবিবার তিনি জানিয়েছেন, ‘আমি অভিনয় ভালবাসি। এটা আমার প্যাশন। যদি কোনও দিন দেখি ক্যামেরার পিছনে দাঁড়াতে ভাল লাগছে তবে তাই করব। আমি এমন লোক যে চ্যালেঞ্জ নিতে ভালবাসি।’
২০০০ সালে বাবা রাকেশ রোশনের পরিচালনায় ‘কহো ন্যা প্যার হ্যায়’ নিয়ে বলিউডে আসেন। প্রায় দু’দশক অভিনয় জগতে কভি খুশি কফি গম, কোই মিল গেয়া, ক্রিশ, ধুম ২, যোধা আকবর এবং গুজারিশের মতো সিনেমা উপহার দিয়েছেন হৃত্বিক। প্রত্যেক সিনেমা তাঁকে নতুন কিছু শেখাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
এই ১৭ বছরে অনেক প্রতিভাবান মানুষের সঙ্গে মিশতে পেরে তিনি গর্বিত। ৪৩ বছরের এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছে ‘কাবিল’–এ। সেখানে তিনি এক অন্ধের চরিত্রে অভিনয় করেন। যিনি স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে চান।

Posted ১২:২৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta