কক্সবাংলা ডটকম(২৮ ডিসেম্বর) :: দ্রুত গতিতে এগোচ্ছে কাজ। ২০১৮-তেই জলে ভাসবে ভারতের প্রথম দেশে তৈরি এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিশাল। এমনটাই জানিয়েছেন, কেরিয়ার প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার রিয়ার অ্যাডমিরাল সুরেন্দ্র আহুজা।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘কোচিতে ওই যুদ্ধবিমানবাহী রণতরী তৈরির কাজ চলছে পুরোদমে। ২০১৮-র শেষেই জলে নামবে এটি।
এদিন ৮৭ তম হেলিকপ্টার কোর্সের পাসিং আউট প্যারেড ছিল। সেখানেই এই মন্তব্য করেন তিনি। ৩০টি এয়ারক্রাফট বহনের ক্ষমতা থাকবে এই কেরিয়ারে। আরও বড় এরকটি এয়ারক্রাফট কেরিয়ার তৈরির জন্য কেন্দ্রের কাছে অনুমোদন চেয়েছে নৌবাহিনী।
যাতে ৫৪টি হেলিকপ্টার বহনের ক্ষমতা থাকে। সেই প্রস্তাব এখন খতিয়ে দেখছে কেন্দ্র। খুব দ্রুত অনুমোদন মিলবে বলে মনে করা হচ্ছে। আর এই এয়ারক্রাফট কেরিয়ার এলে সেটা নৌবাহিনীর জন্য একটা ‘গেম চেঞ্জার’ হবে বলেই উল্লেখ করেন আহুজা।
আইএনএস বিশাল নামে এই কেরিয়ারের ওজন হবে ৬০,০০০ থেকে ৭০,০০০ টন। এর আগে আইএনএস বিক্রান্তের ওজন ছিল ১৮,০০০ টন, আইএনএস বিরাটের ২৪,০০০ টন ও আইএনএস বিক্রমাদিত্যের ৪৫,০০০ টন। বর্তমানে ভারতের কাছ ২৪০টি এয়ারক্রাফট রয়েছে কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে।
আইএনএস বিশালের ডিজাইনের জন্য আহ্বান জানানো হয়েছে ভিনদেশের বিশেষজ্ঞদের। ভারতের নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস আরিহান্তের জন্য সাহায্য করেছিল রাশিয়া।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta