কক্সবাংলা ডটকম(৩১ ডিসেম্বর) :: স্বাগত নতুন বছর বর্ষবরণে ২০১৮ সাল৷ মিশে থাকে আগামীর পথ চলার ভাবনা৷ এতে মিশে আছে ভবিষ্যৎ দেখার ইচ্ছে৷ আমরা এগিয়ে চলেছি, তাই পিছন ফিরে দেখা নয় আগামীকেই স্বাগত জানাচ্ছি৷ ২০১৮ সালের সম্ভাব্য কিছু ঘটনা তুলে ধরছি৷ বাংলা সংবাদমাধ্যমে এ এক ব্যতিক্রমী প্রচেষ্টা৷ দেশ থেকে বিদেশ, খেলা থেকে মেলা সমস্ত বিষয়ের সব খবর এক ক্লিকে৷এই প্রতিবেদনে বাংলাদেশের দশদিক
১. মহাকাশে বাংলা
স্বাধীনোত্তর বাংলাদেশের কাছে ২০১৮ বছরটি নয়া ইতিহাস লেখার পালা৷ নতুন বছরেই মহাকাশে পৌঁছে যাচ্ছে দেশটি৷ বিশ্বকে প্রদক্ষিণের অপেক্ষায় বঙ্গবন্ধু স্যাটেলাইট৷ আগামী মার্চে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে পাড়ি দেবে৷ নিঃসন্দেহে সেই মুহূর্তটি ঐতিহাসিক৷
২. গ্রেফতার হবেন খালেদা ?
দুটি সংস্থার আর্থিক কেলেঙ্কারি মামলায় ক্রমশ জড়িয়ে পড়ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷ বার বার আদালতে হাজিরা দেওয়াই তাঁর রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ পাশাপাশি থাকছে গত জাতীয় নির্বাচন বয়কটের পর হিংসাত্মক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ৷ এই মামলাতেও জর্জরিত হচ্ছেন তিনি৷ বিদেশে থাকা সম্পত্তির খতিয়ান নিয়েও বিতর্কে জড়াচ্ছেন৷ এসবই ঘিরে থাকবে তাঁকে৷ আইনি প্যাঁচে জর্জরিত খালেদা জিয়া৷ গ্রেফতার করা হতে পারে তাঁকে৷
৩. জাতীয় নির্বাচনে শান্তি বিঘ্নিত
ক্ষমতায় থাকা আওয়ামি লিগের কাছে চ্যালেঞ্জ৷ বিরোধী বিএনপি চাইছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন৷ অনড় সরকারপক্ষ৷ প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের হুমকি বিএনপির৷ ফলে প্রবল রাজনৈতিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে৷
৪. রক্তাক্ত সংখ্যালঘু
ধর্মীয় মৌলবাদীদের প্ররোচনায় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান) আরও রক্তাক্ত হবে বলেই ধারণা বিশেষজ্ঞদের৷ কুরুচিকর প্রচারের জেরে ফেলে আসা বছরে বারে বারে আক্রান্ত হয়েছেন সংখ্যালঘুরা৷ সেই রেশ আরও বাড়তে চলেছে৷ পরিস্থিতি নিয়ে চিন্তিত দেশটির সুশীল সমাজ৷
৫. নাশকতার আশঙ্কা
ধর্মীয় কট্টরপন্থী সংগঠনগুলি ও বিভিন্ন জঙ্গি সংগঠনে হামলার আশঙ্কা থাকছেই৷ গুলশন, শোলাকিয়া ইদগাহের মতো বড়সড় হামলা ঘটাতে তৎপর জঙ্গিরা৷ সন্ত্রাসবাদ রুখতে বিশেষ অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ জঙ্গি দমন বাহিনী ‘সিটিটিসি’ চালাচ্ছে অভিযান৷
৬. মিলবে জেএমবি ও নব্য জেএমবি ?
জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও তার থেকে বেরিয়ে গঠিত নব্য জেএমবি ফের একযোগে নাশকতার পরিকল্পনা নিচ্ছে৷ সন্ত্রাসবাদ সম্পর্কিত কিছু বিশেষজ্ঞ এমনই মনে করছেন৷ জঙ্গি দমন অভিযানে দুটি সংগঠনের শীর্ষ নেতৃত্ব হয় নিহত বা আত্মগোপনে আছে৷ তাদের পক্ষে পৃথকভাবে হামলা চালানোর সম্ভাবনা ক্রমশ কমছে৷ ফলে দুই জঙ্গি সংগঠন একযোগে হামলা চালাতে পারে এমনই আশঙ্কা করছেন গোয়েন্দারা৷
৭. বাড়বে অপহরণ আতঙ্ক
বাংলাদেশে চলতে থাকা অপহরণ (গুম) ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল৷ নতুন বছরে বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে এটি আরও বড় আকার নিতে চলেছে৷ রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, ব্যবসায়ীদের অপহরণ করা হচ্ছে প্রায়ই৷ শত শত মানুষ নিখোঁজ হয়েছেন বলে দাবি বিভিন্ন মানবাধিকার সংগঠনের৷ বিরোধীদের অভিযোগ সরকারের নির্দেশে চলছে অপহরণ কাণ্ড৷ সেই দাবি উড়িয়েছে সরকারপক্ষ৷ তবে নিখোঁজ বহুজনই ফেরেননি৷
৮. পাঠ্যপুস্তকে মৌলবাদী থাবা
বিভিন্ন শ্রেণির বাংলা ভাষা সহ বেশকিছু বিষয়ে মৌলবাদী প্রভাব লক্ষ্য করছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের দাবি, এটি বাংলাদেশের মূলে কুঠারাঘাত করছে৷ ইতিমধ্যেই প্রাথমিক স্তরের কিছু পাঠ্যসূচিতে বাদ পড়েছেন রবীন্দ্রনাথ সহ বাঙালি ধর্মনিরপেক্ষ কবি সাহিত্যকরা৷ প্রতিবাদ মুখর হয়েছে সুশীল সমাজ৷ পাঠ্যসূচিতে মৌলবাদী প্রবণতা বাড়তে চলেছে বলেই আশঙ্কা করছেন অনেকে৷
৯. রামপাল বিক্ষোভ
জাতীয় নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে প্রস্তাবিত রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প৷ সুন্দরবনের নিকটে তৈরি হতে চলা এই প্রকল্পে ভারতের এনটিপিসি সাহায্য করছে৷ পরিবেশবিদদের বক্তব্য, রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের জীব বৈচিত্র্য প্রবল ক্ষতির মুখে পড়বে৷ এর জেরে সরকার বিরোধী আন্দোলনে বারে বারে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে ঢাকায়৷ একই ইস্যুতে নতুন বছরেও উত্তপ্ত থাকবে রাজনীতি৷
১০. অপু-শাকিব দাম্পত্য
ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছিলেন শাকিব খানকে৷ অপু বিশ্বাসের বিয়ে ও সন্তান নিয়ে কম জলঘোলা হয়নি দেশে৷টিভিতে লাইভ অনুষ্ঠানে ছেলে কোলে নিয়ে কাঁদতে থাকা ঢালিউডি অভিনেত্রী দেখেছিল দুনিয়া৷ স্বামী শাকিব খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন তিনি৷ ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের ‘তালাকনামা’ পাঠিয়েছেন শাকিব৷ জোড়া লাগবে অপুর সংসার ? ঢালিউডে ঘুরছে এই প্রশ্ন৷
Posted ১২:৫৮ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta