কক্সবাংলা ডটকম(১৯ জুন) :: নবম চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে ভারতে৷সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২১ এ ফের আরও একবার আইসিসি’র মেগা ইভেন্টের আয়োজক দেশ হতে চলেছে ভারত৷
ইংল্যান্ডে আয়োজিত মিনি বিশ্বকাপে উপমহাদেশের দলগুলি আধিপত্য দেখিয়েছে৷ সেমিফাইনালের চার দলের মধ্যে তিন দলই ছিল উপমহাদেশের (ভারত, পাকিস্তান,বাংলাদেশ)৷ ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে পাকিস্তান৷ স্বভাবতই ভারতের মাটিতে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও উপমহাদেশীয় দলগুলি, বিশ্বের অনান্য দলগুলিকে জোড় টক্কর দিতে পারে৷
অন্যদিকে ২০১৮ সালে কুড়ি ওভারের ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২০সালে হতে চলেছে৷আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই এগিয়ে৷এর মাঝে ২০১৯ –এ ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে মাতবে ক্রিকেট বিশ্ব৷
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta