কক্সবাংলা ডটকম :: সাফল্য, নাটকীয়তা এবং নতুন যুগের সূচনার অনন্য একটি বছর কাটল ফুটবলের জন্য। বিশ্বজুড়ে অসাধারণ পারফরম্যান্স এবং উল্লেখযোগ্য ঘটনাগুলো ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। লিওনেল মেসির নেতৃত্বে আরও একটি কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ১২ বছর পর আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে স্পেন, একই সঙ্গে অলিম্পিকে সোনাও জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে দলটি।
ব্যক্তিগত পারফরম্যান্সেও এই বছর ছিল সমৃদ্ধ। ফরোয়ার্ড কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারদের বলয় ভেঙে এবার ব্যালন ডি’অর জিতে নিয়েছেন হোল্ডিং মিডফিল্ডার রদ্রি। তবে ভিনিসিয়াস জুনিয়রের অসামান্য পারফরম্যান্স নিয়ে ওঠে বিতর্কও। লামিনে ইয়ামালের মতো তরুণ প্রতিভার উত্থানও ফুটবল বিশ্বে আলোড়ন তোলে।
ফুটবল ইতিহাসে গুরুত্বপূর্ণ দলবদলও ছিল এই বছর। অবশেষে কিলিয়ান এমবাপে যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। আবার ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছেড়ে দেওয়া একটি যুগের সমাপ্তি ঘটায়, যা ক্লাব এবং ভক্তদের জন্য আবেগময় ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতে নিয়েছে তাদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, আর জার্মান ফুটবলে নতুন উচ্চতা ছুঁয়েছে বায়ার লেভারকুসেন।
২০২৪ সাল তরুণদের উত্থান, কিংবদন্তিদের নতুন যাত্রা, এবং ফুটবলের নতুন অধ্যায় সূচনার মধ্য দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ফুটবলের দুনিয়ার উল্লেখযোগ্য ঘটনাগুলো থাকছে ডেইলিস্টারের পাঠকদের জন্য-
আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়
২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় চিলির কাছে ফাইনালে হেরে অভিমানে জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি। অবসর ভেঙে ফিরে জিতেছেন সবই। এবার যুক্তরাষ্ট্রের মাঠে কোপা আমেরিকা জেতার আক্ষেপও মিটিয়েছেন। যদিও চোট থেকে ফিরে এই আসরে চেনা ছন্দে ছিলেন না। তবে সতীর্থদের সম্মিলিত পারফরম্যান্সে ঠিকই শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ফাইনালে তারা ১-০ গোলে হারায় কলম্বিয়াকে। এই জয় কোপা আমেরিকায় শিরোপার সংখ্যা ১৬-তে নিয়ে যায় আর্জেন্টিনা, যা তাদেরকে ব্রাজিলকে পেছনে ফেলে সর্বাধিক শিরোপাজয়ী দল হিসেবে প্রতিষ্ঠিত করে।
স্পেনের ইউরো এবং অলিম্পিকে সোনা জয়
চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে স্পেনের। ১২ বছর পর তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) শিরোপা জিতে নিয়েছে, যেখানে ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এই সাফল্যের পেছনে লামিনে ইয়ামালের মতো তরুণ প্রতিভার ভূমিকা এবং কোচ লুইস দে লা ফুয়েন্তের কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে দলটি। একই বছরে অলিম্পিকে ফুটবলে ইভেন্টের সোনার পদকও জিতে নিয়েছে তারা। এ দুই শিরোপা তাদের ফুটবল ইতিহাসে স্বাভাবিকভাবেই নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।
রদ্রির ব্যালন ডি’অর জয়
সেই ২০০৬ সালে একজন ডিফেন্ডার হিসেবে ব্যালন ডি’অর জিতে নিয়েছিলেন ফ্যাবিও ক্যানেভারো। এরপর এই পুরস্কারটি ছিল ফরোয়ার্ড কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারদের মধ্যেই। চলতি বছর একজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন স্পেনের রদ্রি। স্পেনকে ইউরো এবং প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়ে অপরিহার্য ভূমিকা রাখায় এই পুরস্কার জিতে নেন তিনি। তার টেকনিক্যাল দক্ষতা, গেম কন্ট্রোল এবং গুরুত্বপূর্ণ গোল করার ক্ষমতার জন্য সমগ্র ফুটবল দুনিয়ায় প্রশংসিত হন। যদিও এই পুরস্কার জয়ের অন্যতম দাবীদার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়রও। তাতে কিছুটা আলোচনার সৃষ্টি হয়।
লামিনে ইয়ামালের উত্থান
ফুটবল বিশ্বে আগমনী বার্তাটা আগের বছরই দিয়েছিলেন তরুণ স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। তবে পুরো বিশ্বকে মাত করেছেন চলতি বছরে। বিশ্ব ফুটবলে একটি বড় নাম হয়ে উঠেছেন ১৭ বছর বয়সী এই তরুণ। বার্সেলোনার জার্সিতে অসাধারণ মৌসুম কাটানোর পাশাপাশি স্পেনের জাতীয় দলের হয়ে ইউরো কাপেও চমৎকার পারফরম্যান্স করেন। তার স্কিল, গতি এবং কৌশলের জন্য প্রশংসিত হন। তার এই উত্থানে জিতেছেন কোপা ট্রফি, যা তাকে বছরের সেরা তরুণ ফুটবলার হিসেবে সম্মানিত করেছে।
কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগদান
সেই ২০১৮ বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন উঠত। আসি আসি করেও লস ব্লাঙ্কোসদের ডেরায় যোগ দেওয়া হতো না কিলিয়ান এমবাপের। তবে চলতি বছর শেষ পর্যন্ত যোগ দিয়েছেন স্বপ্নের ক্লাবে। প্যারিস সাঁ জাঁ ছেড়ে পাঁচ বছরের চুক্তি ফ্রি এজেন্ট হয়ে যোগ দেন রিয়ালে। এটি ছিল ফুটবল দুনিয়ার অন্যতম আলোচিত দলবদল। যা রিয়ালকে আরও শক্তিশালী করে তোলে। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করেছে। মানিয়ে নিতে কিছুটা সময় নিলেও সময়ের সঙ্গে সঙ্গে জ্বলে উঠেছেন রিয়ালে।
বায়ার লেভারকুসেনের অবিশ্বাস্য উত্থান
অবিশ্বাস্য একটি মৌসুম কাটায় জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন। ২০২৩ সালে মৌসুমের শুরু থেকেই দাপুটে ফুটবল উপহার দিয়ে ধারাবাহিকতা ধরে রাখে ২০১৪ সালেও। প্রথম দল হিসেবে বুন্ডেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি। কোচ জাবি আলোনসোর অধীনে এক ঝাঁক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের কৌশল এবং দৃঢ়তা ক্লাব ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপন করে। যদিও ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার কাছে হেরে যায় দলটি। মৌসুমে হার ওই একটি ম্যাচেই।
রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা
চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় রিয়াল মাদ্রিদকে। তাদের রাজত্ব এ বছর আরও বড় করে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে তাদের ১৫তম শিরোপা জিতে নেয় লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে বেশ কিছু খেলোয়াড়কে নিয়মিত না পেলেও কার্লো আনচেলত্তির অধীনে দারুণ ভারসাম্য এবং দৃঢ়তা প্রদর্শন করে তারা। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রের মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই শিরোপা জয়ে।
ইন্টার মায়ামির সাপোর্টার্স শিল্ড জয়
আগের বছর লিওনেল মেসি যখন মৌসুমের মাঝপথে ইন্টার মায়ামিতে যোগ দেন তখন দলটি ছিল তলানিতে। সেই বছরই দলটিকে লিগস কাপ জিতিয়ে প্রথম শিরোপার স্বাদ এনে দিয়েছিলেন। এ বছর তাদের জিতিয়েছেন সাপোর্টার্স শিল্ড। তাও আবার রেকর্ড গড়ে। পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দলকে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে সাহায্য করেন মেসি। তার ক্যারিয়ারের জন্য এটা ছিল নতুন এক অধ্যায়ের সূচনা।
রোনালদোর ইউটিউব চ্যানেলের যাত্রা
চলতি বছর পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো নতুন ভূমিকায় অবতীর্ণ হন। ইউটিউবে তার নিজস্ব চ্যানেল চালু করেন তিনি, যেখানে তিনি তার জীবনের নানা দিক এবং ফুটবল সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করেন। দ্রুতই ফুটবলপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এই চ্যানেল। ভক্তরাও রোনালদোর ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের পেছনের গল্পগুলো জানতে পারার সুযোগ পেয়েছেন।
ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ত্যাগ
লিভারপুলের সঙ্গে নয় বছরের সফল সম্পর্কের ইতি টেনেছেন ইয়ুর্গেন ক্লপ। তার অধীনে রেডরা যে ধরণের আক্রমণাত্মক এবং চিত্তাকর্ষক ফুটবল খেলেছে, তা তাকে লিভারপুলের ইতিহাসে অন্যতম সফল কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছিল দলটি। তার বিদায় স্বাভাবিকভাবেই লিভারপুলের ভক্তদের জন্য আবেগময় একটি মুহূর্ত ছিল।
Posted ২:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta