কক্সবাংলা ডটকম :: দীর্ঘদিন ধরে ব্রাজিলের জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। চোটের কারণে বেশিরভাগ সময় ক্লাব ফুটবলে দর্শক হিসেবে থাকতে হয়েছে তাঁকে।
এবার ঘোষণা করলেন মনের কথা। জানালেন অবসর নিতে চলেছেন তিনি!
একইসঙ্গে জানালেন কবে খেলবেন কেরিয়ারের শেষ ম্যাচ।
২০২৬ ফিফা বিশ্বকাপের পরই তিনি নিজের বুট জোড়া তুলে রাখবেন।
তিনি জানালেন, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। ২০২৬ সালের আসরেই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার।
এই নিয়ে নেইমার জানান, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপই হবে আমার শেষ বিশ্বকাপ।
এটাই আমার শেষ শট, শেষ সুযোগও বলতে পারেন। আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই।
সেখানে যাওয়ার জন্য যা যা করতে হবে আমি করব। কিন্তু ব্রাজিলের জার্সিতে খেলতে চাই আমি’।
একইসঙ্গে তিনি বলেন, মেসি, সুয়ারেজের সাথে পুনরায় খেলতে পারলে দারুণ খুশি হব আমি।এখনও ওদের সাথে যোগাযোগ আছে আমার।
তিনজনকে আবার একসঙ্গে দেখা যেতেই পারে। আমরা খেলতেই পারি এক সাথে। এখন আল হিলালে আমি খুশি আছি। তবে ভবিষ্যত নিয়ে কিছু বলছি না আপাতত।’
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তাঁর।
এদিকে এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে পাঁচে অবস্থান করছে সেলেসাওরা। সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল।
Posted ১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta