কক্সবাংলা ডটকম :: মঙ্গলবার, অর্থাৎ ১০ জুন ছিল কার্লো আন্সেলোত্তির জন্মদিন। পরের দিন কোচকে জন্মদিনের উপহার দিলেন ভিনিসিয়াস-রাফিনিয়ারা।
বুধবার সকালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজ়িল ও প্যারাগুয়ে। রিয়াল মাদ্রিদের পরে জাতীয় দলের জার্সিতেও এ বার জ্বলে উঠলেন ভিনিসিয়াস।
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করল ব্রাজ়িল।
লাতিন আমেরিকা জোনের ১০টি টিমের মধ্যে বিশ্বকাপে আগেই জায়গা পাকা করেছিল আর্জেন্তিনা। দ্বিতীয় দল হিসেবে জায়গা পেল ব্রাজ়িল।
সেলেকাওদের কোচ হিসেবে প্রথম জয় পেলেন কার্লো আন্সেলোত্তি। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজ়িল।
শুরু থেকেই পূর্ণ শক্তির দল নামান কার্লো আন্সেলোত্তি। আক্রমণে ভিনিসিয়াস, রাফিনিয়ার সঙ্গে জুড়ে দেন ম্যাথিউস কুনিয়া ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। মাঝমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে ছিলেন ব্রুনো গুইমারেস। তবে গোলের মুখ খোলার জন্য যথেষ্ট বেগ পেতে হয়েছে ব্রাজ়িলকে। অনেক সহজ সুযোগ মিস করেন স্ট্রাইকাররা। ডিফেন্সে প্রায় ৭-৮ জনকে নামিয়ে এনেছিল প্যারাগুয়ে।
তবে ৪৪ মিনিটে প্রথম এবং ম্যাচের একমাত্র গোল পায় ব্রাজ়িল। ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠেন রাফিনিয়া। ৩ জন ডিফেন্ডার ঘিরে ধরায় বল বাড়ান কুনিয়াকে। বক্সে নীচু ক্রস রাখেন তিনি। জটলার মাঝে টাচ দিয়ে গোল করে ভিনিসিয়াস।
এই গোলের পর হাঁফ ছেঁড়ে বাঁচেন কোচ আন্সেলোত্তি। দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ পেলেও গোলের সংখ্যা বাড়াতে পারেননি রাফিনিয়া, রিচার্লিসনরা। সমতা ফেরাতে পারেনি প্যারাগুয়েও। তবে দুরন্ত ফর্মে থাকা অ্যান্টনিকে গোটা ম্যাচে আন্সেলোত্তি সুযোগ না দেওয়ায় কিছুটা অবাক ভক্তরা। এই জয়ের ফলে একমাত্র দল হিসেবে প্রতিটা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার নজির গড়ল ব্রাজ়িল।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta