কক্সবাংলা ডটকম(২২ জুন) :: পৃথিবীতে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে। বর্তমানে প্রায় ৭৬০ কোটি মানুষ বাস করছে এ গ্রহে। কিন্তু ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা হাজার কোটির কাছে পৌঁছে যাবে। আর মাত্র সাত বছরেই চীনের বদলে ভারত হয়ে উঠবে সবচেয়ে জনবহুল দেশ। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।
বুধবার জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস: দ্য ২০১৭ রিভিশন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এখন থেকে ২০৫০ সালের মধ্যে মাত্র নয়টি দেশে বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রবৃদ্ধি কেন্দ্রীভূত থাকবে। এ দেশগুলো হলো— ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়া, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, উগান্ডা ও ইন্দোনেশিয়া। বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধিতে অবদান হিসাব করে দেশগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে।
যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৩০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যা দাঁড়াবে ৮৬০ কোটি। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা হবে ৯৮০ কোটি ও ২১০০ সাল নাগাদ তা ১ হাজার ১২০ কোটিতে গিয়ে পৌঁছবে।
প্রতিবেদন অনুসারে, ২০৫০ সাল নাগাদ জনসংখ্যার দিক দিয়ে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের স্থান দখল করে তৃতীয় সর্বোচ্চ জনবহুল দেশে পরিণত হবে। প্রতিবেদনের লেখকদের মতে, প্রতি বছর বিশ্বের মোট জনসংখ্যায় প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ যুক্ত হচ্ছে। এমনকি জন্মগ্রহণের হার কমবে মনে করা হলেও জনসংখ্যা বৃদ্ধির এ প্রবণতা অব্যাহত থাকবে বলে তারা ধারণা করছেন।
পপুলেশন ডিভিশনের পরিচালক জন উইলমথ বলেন, আফ্রিকায় জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ওই অঞ্চলে বাস করবে। অন্যান্য ক্ষেত্রে ধারণা করা হচ্ছে, আগামী দশকগুলোয় ইউরোপের জনসংখ্যা কমে আসবে।
জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ২০২৪ সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল দেশ হিসেবে চীনের জায়গা দখল করবে ভারত। বর্তমানে চীনের জনসংখ্যা ১৪০ কোটি ও ভারতের ১৩০ কোটি। জনসংখ্যার দিক থেকে সপ্তম স্থানে রয়েছে নাইজেরিয়া। ২০৫০ সাল নাগাদ নাইজেরিয়াসহ ২৬টি আফ্রিকান দেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হবে।
তবে সাম্প্রতিক বছরগুলোয় প্রায় সব অঞ্চলেই জন্মহার কমে আসছে। উইলমথ জানান, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে বিশ্বে প্রত্যেক নারী গড়ে ২ দশমিক ৫ শিশুর জন্ম দিয়েছেন। স্থানভেদে এ হারে পরিবর্তন রয়েছে। এদিকে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধির মন্থর হারের কারণে বিশ্বে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে চলেছে। ২০৫০ সাল নাগাদ ৬০ বা তদূর্ধ্ব ব্যক্তিদের সংখ্যা দ্বিগুণ হবে।
Posted ২:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta