সংবাদ বিজ্ঞপ্তি(২১আগষ্ট) :: ২১ আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সোমবার বিকাল ৫ ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমান সহ নিহত সকলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল করের পরিচালনায় গতকাল বিকাল ৫ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তরা বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালো রাতে যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। সে খুনী চক্র আবার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যা করতে এ ভয়াবহ গ্রেনেড হামলা করেছিল। সে দিন মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত ও কোটি বাঙালীর দোয়ায় শেখ হাসিনা প্রাণে রক্ষা পেলেও প্রাণ হারায় নারী নেত্রী বেগম আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী।
শত শত নেতাকর্মী সেদিন আহত হয়েছিল, তা বাঙ্গালী জাতি আজো ভুলে যাইনি। একুশে আগষ্টের সে ভয়াবহ গ্রেনেড হামলা করে তারা ভেবেছিল শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশ থেকে আওয়ামীলীগের নাম মুছে দেবে।
এর পরবর্তীতে সে গ্রেনেড হামলার মুল পরিকল্পনাকারী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানসহ স্বাধীনতা বিরোধী চক্রকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে দেশের চলমান উন্নয়ন স্তব্ধ করতে মরিয়া হয়ে উঠে, দেশ বিরোধী অপ্রচার ও জঙ্গী মদদসহ গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সালাহ উদ্দিন আহমদ সিআইপি. অধ্যাপিকা এথিন রাখাইন, এড. আমজাদ হোসেন, রেজাউল করিম, এস.এম কামাল, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, তাপস রক্ষিত, এ.টি.এম. জিয়া উদ্দিন জিয়া, খালেদ মাহমুদ চৌধুরী, কমর উদ্দিন, ইউনুছ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম, আমিনুর রশিদ দুলাল, এম. এ মঞ্জুর, হেলাল উদ্দিন কবির, আবু তাহের আজাদ, মিজানুর রহমান, জি.এম. আবুল কাসেম, শহর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম, যুব মহিলা লীগ সভানেত্রী বেগম আয়েশা সিরাজ, জেলা যুবলীগ সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর, জেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন তামিম।
সভায় আরও উপস্থিত ছিলেন-যুব মহিলা লীগ সাধারণ সম্পাদিকা তাহমিনা চৌধুরী লুনা, শহর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন, পৌর আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেন, সেলিম নেওয়াজ, রফিজ মাহমুদ, ইউসুফ বাবুল, এ.বি.সিদ্দিক খোকন, শুভ দত্ত বড়–য়া, খোরশেদ আলম রুবেল, জামশেদ আলম জনি, আজিমুল হক আজিজ, সেলিম ওয়াজেদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আলম সরকার।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta