মোসলেহ উদ্দিন,উখিয়(২৯ ডিসেম্বর) :: এক লাখ রোহিঙ্গাকে ২২ জানুয়ারির মধ্যে মিয়ানমারের ফেরত পাঠানো হবে। এ সংক্রান্তে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারকে হস্থান্তর করা হবে।
শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এক নম¦র ব্লকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, রাখাইনে মানবিক বিপর্যয়ের পর থেকে এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ রোহিঙ্গাসহ নতুন পুরনো মিলিয়ে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থানের কথা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে এখনও অব্যাহত রেখেছেন। যে কারনে বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, আমরা মনেকরি রোহিঙ্গারা সম্মানের সহিত মিয়ানমারে ফেরত যাবে। এজন্য প্রত্যাবাসন চুক্তিও ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। শেখ হাসিনার সরকার দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে।
এসময় মন্ত্রীর সাথে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, এমপি আশেক উল্লাহ ফারুখ, সাবেক সংসদ সদস্য আলহাজ মোহামদ আলী, ককসবাজার জেলা আওয়ামিলীগের সভাপতি এড সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম, উখিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ বিপুল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সেতুমন্ত্রী উখিয়া সদর পাতাবাড়িতে বৌদ্ধদের ৩ দিন ব্যাপি অনুষ্টিত রেবতপ্রিয় মহাথের এর অন্তেষ্টক্রিয়া ও মহাসম্মেলনে যোগ দেন।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta