আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্হা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি লক্ষ্যে বাইশারী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক মনুর সভাপতিত্বে যুবনেতা জাহেদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বাইশারী ইউনিয়নের বাজারের দক্ষিণ মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জন সমাবেশে অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মজিবুর রশিদ,সহ-সভাপতি সাশৈপ্রু, জেলা মহিলা দলের সভাপতি নিরুতাজ বেগম সিনিয়র সহসভাপতি উম্মে কুলছুম লিনা, যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মিঠুন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম,জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাধারন সম্পাদক কামাল উদ্দীন, বান্দরবান জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ, বিএনপি নেতা জসিম উদ্দীন, শ্রমিক নেতা শাব্বির আহামদ সহ নেতাকর্মীরা।
জনসমাবেশে প্রধান অতিথি সাবেক এমপি সাচিং প্রু জেরী বক্তব্যে বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করতে বান্দরবানের প্রতিটি পৌরসভা উপজেলা ইউনিয়নসহ গ্রাম-গঞ্জে বিএনপি’র নাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
তারই ফসল হিসেবে বান্দরবানের প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছে ।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta