প্রেস বিজ্ঞপ্তি(১৮ মে) :: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর আলোকে ৫ দফা বাস্তবায়নের দাবীতে কক্সবাজার জেলা শাখা, জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেন।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দ ১৮ মে বৃহস্পতিবার বিকাল ৩.৫০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যলয়ের স্মারকলিপি পেশ করে এবং জেলা প্রশাসক তা গ্রহণ করে দ্রুত প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের বিষয়ে অশ্বাস দেন।
দাবী সমূহের মধ্যে রয়েছে প্রধান শিক্ষকের ১০ম গ্রেড সহ করস্পেন্ডিং স্কেল প্রদান ও সহকারীদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ। প্রধান শিক্ষক পদে দ্রুত পদন্নেতি প্রদান, শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও প্রাথমিক শিক্ষায় কর্মরত শিক্ষকদের ননভেকেশনাল ডিপার্টমেন্ট হিসাবে গণ্য করা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আনোয়ারুল ইসলাম তোতা ও গাজীউল হক চৌধুরীর নেতৃত্বে ঘোষিত কর্মসূচীর আজ সমাপনী দিন।
আগামী ১৫ জুনের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে নেতৃবৃন্দ কঠোর কর্মসূচীতে ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসুচীতে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন আবুল কালাম সভাপতি জেলাশাখা, সৈয়দ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক, শহীদুল আলম, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, সদর সম্পাদক জিয়াউল হক, জেলা যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, ফজলুল করিম, আজিজুল হক হেলালী, ফখরুদ্দীন টিটু, মমতাজ উদ্দিন আহমদ, মোঃ নাছির, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, হারুনুর রশিদ, হেলাল উদ্দিন, মোঃ মহসিন প্রমূখ।
Posted ৬:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta