কক্সবাংলা রিপোর্ট :: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। ১২ মিনিটের ব্যবধানে পর পর দু’টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিকটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ রিকটার স্কেলে অনভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র এই ভূমিকম্পের ব্যাপারে জানিয়েছে।
চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার জেলা ও শহরে স্বল্প মাত্রায় কম্পন অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি।
এই ভূমিকম্পের উৎসস্থল মধ্য মিয়ানমার। সেখানকার মনিওয়া শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
মিয়ানমারের অন্যতম বড় শহর মন্দালয়ও ওই এলাকার কাছেই অবস্থিত।
ইন্ডিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট এবং শান-থাই ব্লক- এই তিনটি টেকটনিক প্লেট মিয়ানমার রয়েছে। এই কারণে এটি পৃথিবীর ভূমিকম্প-প্রবণ এলাকাগুলির মধ্য অন্যতম।
তবে এই ভূমিকম্পের জেরে মিয়ানমারে কী ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এর জেরে অনেক বাড়ি ভেঙে পড়েছে মিয়ানমানরে।
শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়েছে আশপাশের দেশগুলিতেও।
Posted ২:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta