শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অপেক্ষায় নির্বাচনমুখী দলগুলো

বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
21 ভিউ
অপেক্ষায় নির্বাচনমুখী দলগুলো

কক্সবাংলা ডটকম(২৯ নভেম্বর) :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি, গণতান্ত্রিক বাম জোটসহ বেশ কিছু রাজনৈতিক দল এখনো নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় আছে।

অন্যদিকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নিজ দলের প্রস্তুতি প্রায় শেষ করেছে।

সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়ন দাখিলেই মনোযোগী রাজনৈতিক দলগুলো। তবে জোট ও সমমনা দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা না হওয়ায় তাদের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।

সমঝোতার বৈঠক না করে আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়ন দেওয়ায় ১৪ দল, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী দলগুলো কিছুটা শঙ্কাবোধ করছে। শেষ মুহূর্তে কী হতে যাচ্ছে এ বিষয়েও চূড়ান্ত বার্তা পাচ্ছে না তারা। দ্রুত সমঝোতা না হওয়ায় ভেতরে ভেতরে ক্ষোভও বইছে তাদের মধ্যে।

এমন বাস্তবতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি সমন্বয় করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী সতীর্থ জাতীয় পার্টির মধ্যেও শেষ মুহূর্তের কোন্দল চলছে। আছে চাওয়া-পাওয়ার হিসাব। তবে দলটির নেতৃবৃন্দের ভাষ্য, এই সংকট অচিরেই শেষ হবে। এরপরেই আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় যাবে দলটি।

চৌদ্দ দলের শরিকরা মনে করেন তাদের আলোচনা দেরি হয়ে যাচ্ছে। জোটের ক্ষতি হোক এমন আচরণ যেন আওয়ামী লীগ না করে সে বিষয়েও আহ্বান তাদের।

এ ছাড়াও নতুন নিবন্ধিত রাজনৈতিক দল, ধর্মভিত্তিক দলের জোট ও অন্য সব নির্বাচনমুখী দলের সঙ্গেও খোলামেলা আলোচনা হওয়ার দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।

একাদশ জাতীয় সংসদে জাপা ও বিভিন্ন শরিক দলের মধ্যে ৩৫ আসনে সমঝোতা হয়েছিল। এগুলোর মধ্যে সাতক্ষীরা-১ ওয়ার্কার্স পার্টি; পিরোজপুর-২ জেপি; বরিশাল-৩, বরিশাল-৬, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৪, ঢাকা-৬, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৫, সুনামগঞ্জ-৪, ফেনী-৩ ও চট্টগ্রাম-৫ জাতীয় পার্টিকে; মুন্সীগঞ্জ-১ ও লক্ষ্মীপুর-৪ বিকল্পধারা বাংলাদেশ; ঢাকা-৮ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও চট্টগ্রাম-২ বাংলাদেশ তরিকত ফেডারেশন।

এ ছাড়া বেশ কিছু শরিক দল তখন মনোনয়নবঞ্চিত হয়। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে। ফলে আওয়ামী লীগের যেসব প্রার্থী এসব আসনে মনোনয়ন পেয়েছেন তাদের প্রার্থিতা বাতিলের শঙ্কাসহ নানাবিধ বিষয় রয়েছে।

এদিকে জোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু জাসদের তিনশ আসনে মনোনয়ন ফরম বিক্রি করে তিনি নিজেও জাসদ থেকে মনোনয়ন প্রার্থী হয়েছেন। তবে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বলে একাধিকবার বলেছেন।

হাসানুল হক ইনুর আসন কুষ্টিয়া-২ খালি রেখে আওয়ামী লীগ মনোনয়ন ঘোষণা করলেও এখন পর্যন্ত ইনুকে কিছু জানায়নি তারা। আওয়ামী লীগের সাবেক নেতা যিনি পরে গণফোরাম থেকে এমপি হয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম উঠিয়েছেন।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তাদের মনোনয়ন দেওয়া হয়নি। তাদের বিষয়ে দলের সিদ্ধান্ত এখনো জানায়নি আওয়ামী লীগ।

এ বিষয়ে সুলতান মনসুর আমাদের সময়কে বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে গত ৫৩ বছর রাজনীতি করেছি। ভবিষ্যতেও তা-ই করব। সেক্ষেত্রে দল যখন যেখানে প্রয়োজন অনুভব করবে, আমি সেখানেই কাজ করব।’

এ বিষয়ে গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৩০০ আসনেই আওয়ামী লীগের প্রার্থী থাকবে। তবে সমঝোতা হলে জোটের শরিকদের কিছু আসন ছেড়ে দেওয়া হবে।

শরিকদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে আমরা পর্যবেক্ষণ করব, সমন্বয় করব।

প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল ৩০ নভেম্বর পর্যন্ত এবং বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘জোটের সমঝোতার বিষয়ে আওয়ামী লীগ থেকে এখনো কিছু জানায়নি।’

তিনি বলেন, ‘সমঝোতার বিষয়টি যত দেরি হবে ততই শরিকদের মধ্যে শঙ্কা তৈরি হবে। আওয়ামী লীগের যেসব প্রার্থী মাঠে ইতোমধ্যে কাজ করছে, পরে তাদের মাঠ থেকে ফিরিয়ে আনা জটিল হবে।’

জোটের দুই শরিক দল বাসদ ও গণআজাদি লীগের দুই নেতা আওয়ামী লীগের ফরম উঠিয়েছিলেন; কিন্তু তারা মনোনয়ন পাননি। তাদের বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু জানানো হয়নি বলে জানান গণআজাদী লীগের নেতা অ্যাডভোকেট এসকে শিকদার।

তিনি অভিমানের সঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ এক ডাক দিলে আমরা দশ ডাকে সাড়া দেই; কিন্তু তারা আমাদের গুরুত্বহীন মনে করে।’

জোটের আরেক শরিক দল জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, ‘জোটের সমঝোতা কবে হবে তা জানানো হয়নি। তবে আওয়ামী লীগ থেকে আমাদের বলা হয়েছিল আমরা যেন যে যার মতো করে মনোনয়ন কার্যক্রম শেষ করি। তা ছাড়া নির্বাচনী প্রচারও তো শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। সময় তো আছেই। এও সত্য যে, সমঝোতা আগে হলে প্রস্তুতিটা আরও ভালো করে নেওয়া যেত।’

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একজন কো-চেয়ারম্যান আমাদের সময়কে বলেন, জাতীয় পার্টি ২৮৭টি আসনে মনোনায়ন দিয়েছে। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মনোনয়ন ফরম না নেওয়ায় তার নিজের আসনসহ ১৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। অবশেষে রওশনের দাবি পূরণ করেই নির্বাচনের দিকে যাবে। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পথও জাপা খোলা রাখবে বলে জানান এই নেতা।

নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। আসন বণ্টন বা জোটের সমঝোতায় ওই এলাকায় প্রার্থী এলে তিনি সরে দাঁড়াবেন কি না জানতে চাইলে তিনি  বলেন, ‘আমি নৌকার লোক। সুতরাং নৌকার সিদ্ধান্তের বাইরে যাওয়ার কথা না। দলের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আবার দল প্রয়োজন মনে করলে সরে দাঁড়াব। কারণ আমার মতো ৫০ জন পিন্টু এমপি না হলে দেশের কিছু হবে না; কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো একজন মানুষ প্রধানমন্ত্রী না হলে দেশে আবার পেছন দিকে যাত্রা শুরু করবে।’

জোটের শরিকরা আসন পাবে : কাদের

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি সমন্বয় করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই আওয়ামী লীগের প্রার্থী থাকবে। তবে সমঝোতা হলে জোটের শরিকদের কিছু আসন ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এর মধ্যে আমরা পর্যবেক্ষণ করব, সমন্বয় করব। যেখানে যা প্রয়োজন তা করব। ১৭ ডিসেম্বরের মধ্যে সব কিছু ফাইনাল করা হবে।

নৌকা মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারাই স্বতন্ত্র প্রার্থী হলে বিশৃঙ্খলা হবে কি-না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা দেখছি কারা কারা (নির্বাচনে অংশ নিতে) চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে, ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারব। আমাদের কৌশলগত দিক থাকবে। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আমাদের নেই। তারা এলে স্বাগত।

ইইউর সঙ্গে বসছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বুধবার যৌথ সভায় বসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইইউ-এর ১০ সদস্যের প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভা হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে এ পর্যন্ত নেওয়া কমিশনের বিভিন্ন পদক্ষেপ এবং নির্বাচন পদ্ধতি সম্পর্কে বৈঠকে ব্রিফ করার প্রস্তুতি নিয়েছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

এদিকে এ নির্বাচন পর্যবেক্ষণে মঙ্গলবার পর্যন্ত ৮৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। তাদের সহযোগিতার জন্য বিমানবন্দরে হেল্পডেস্ক খোলা হবে। ১৫ ডিসেম্বরের পর বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে মঙ্গলবার নির্বাচন ভবনে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে সভায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা, আবাসন সেবাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় যেসব বিদেশি নিজেদের খরচে আসবেন, তাদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন এবং আমন্ত্রিতদের জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে কতসংখ্যক বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক ও আমন্ত্রিত অতিথি আসছেন, তা চূড়ান্ত হবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওইসব বিদেশির নিরাপত্তার পাশাপাশি যারা নিজ খরচে আসবেন; তারা কোন হোটেলে থাকবেন, কোন এলাকায় পর্যবেক্ষণে যাবেন, সেসব বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা করা হয়েছে। সভায় বিমান, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিমানবন্দরে একটা হেল্পডেস্ক স্থাপন করা হবে। যাতে সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করে নির্ধারিত হোটেলে যেতে পারেন অতিথিরা। সংশ্লিষ্ট হোটেলগুলোয়ও নির্বাচনসংক্রান্ত তথ্যের জন্য হেল্পডেস্ক থাকবে। সভায় হোটেলগুলোর নাম চ‚ড়ান্ত হয়েছে। হঠাৎ অসুস্থ হলে স্বাস্থ্যসেবার বিষয়টি আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম জানান, ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থার ৮৭ জন পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছে। আর ৩৮টি দেশ ও চারটি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কতজন আসবেন, কোন ক্যাটাগরির আসবেন, সেটা চূড়ান্ত হওয়ার পর নিরাপত্তাব্যবস্থার বিষয়টি চূড়ান্ত করা হবে।

কারণ, অতিথি প্রধান নির্বাচন কমিশনার হলে একরকম, আর সচিব হলে আরেক রকম হবে, আবার নির্বাচন কমিশনার হলে নিরাপত্তা একরকম হবে। কাজেই কারা আসবেন, তা না জানা পর্যন্ত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। তবে তাদের নিরাপত্তাসহ সব ব্যবস্থাই সুন্দরভাবে করা হবে।

ইইউ-এর বৈঠক :

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি যৌথসভায় বসতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে সময় চেয়েছিলেন।

ওই চিঠিতে সিইসিকে তিনি লেখেন, ‘সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলায় সফররত থাকায় ইইউ-এর চাহিদামতো সময় না দিয়ে দুই দিন পরে আজ বৈঠকের জন্য আসতে অনুরোধ জানানো হয়েছে।

21 ভিউ

Posted ১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com