
কক্সবাংলা ডটকম :: অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে হনুকা উদযাপনের সময় সশস্ত্র হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে একটি ১২ বছর বয়সী শিশুও রয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সমুদ্রতটে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দুই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে আরও বেশ কয়েক জন আহত হন।
ঘটনাটিকে ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই আততায়ীর মধ্যে একজন ২৪ বছর বয়সি নাভিদ আক্রম৷ এই হামলার পিছনে কোনও সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে৷

নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য মন্ত্রী রায়ান পার্ক জানান, রাতের মধ্যে নিহতের সংখ্যা ১২ থেকে বেড়ে ১৬ হয়েছে। আহতদের মধ্যে আরও তিন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রথম দিনের হনুকা উপলক্ষে রবিবার শত শত মানুষ বন্ডি বিচে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় হামলাকারীরা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছায়।
পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয় এবং অপরজনকে গ্রেপ্তার করা হয়। সেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের একজন আগে থেকেই নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন, যদিও কোনো নির্দিষ্ট হুমকির তথ্য ছিল না।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন অন্তত ২৯ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।

এদিকে বন্ডি বিচে ইহুদিদের উপরে জঙ্গি হামলার ঘটনায় অস্ট্রেলিয়া সরকারকে কাঠগড়ায় তুললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজকেও একহাত নিয়েছেন তিনি। নেতানিয়াহু সোজাসুজি বলেন, ‘আপনি দুর্বল প্রধানমন্ত্রী। ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।’ এমন আক্রমণকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়ায় হামলার সময়ে ইজ়রায়েলের ডিমোনা শহরের একটি সরকারি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেতানিয়াহু। সেখান থেকেই তোপ দেগে তিনি বলেন, ‘অ্যান্থনি অ্যালবানেজকে ইতিহাস দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে মনে রাখবে। ইহুদিদের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। মনে রাখবেন, ইহুদি বিদ্বেষ ক্যানসারের মতো। নেতারা যখন সব দেখেশুনেও চুপ করে থাকেন, বিদ্বেষ ছড়িয়ে পড়ে।’ অ্যালবানেজের উদ্দেশে তিনি বলেন, ‘চুপ করে থাকবেন না। দৃঢ় পদক্ষেপ করুন।’
কয়েক মাস আগে ইহুদি বিদ্বেষ নিয়ে তিনি অস্ট্রেলিয়া সরকারকে চিঠিও লিখেছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাঁর কথায়, ‘প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সতর্ক করেছিলাম। জানিয়েছিলাম, আপনার নীতিই এই বিদ্বেষকে উস্কে দিচ্ছে। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি।’
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ কোটি ৮০ লক্ষ জনসংখ্যার অস্ট্রেলিয়ায় ১ লক্ষ ১৭ হাজার ইহুদির বাস। এর মধ্যে অনেকেই থাকেন নিউ সাউথ ওয়েলসে। গত কয়েক বছরে অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষ সীমা ছাড়িয়েছে বলে অভিযোগ। সরকারের অ্যান্টিসেমিটিজম মোকাবিলায় নিযুক্ত বিশেষ দূত জিলিয়ান সেগাল গত জুলাইতে বলেছিলেন, ‘২০২৩-এর ৭ অক্টোবর ইজ়রায়েলে হামাসের আক্রমণের পরে অস্ট্রেলিয়ায় ইহুদিদের উপরে হামলা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।’
ঘটনার পরে জাতির উদ্দেশে ভাষণ দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইহুদিদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বিভাজন, ঘৃণা আর হিংসার কাছে মাথা নত করব না। দেশের প্রকৃত চরিত্র বজায় থাকবে। সমস্ত অস্ট্রেলিয়ান ইহুদিদের পাশে রয়েছেন।’ তবে নেতানিয়াহুর মন্তব্যের পাল্টা কিছু বলেননি তিনি।

Posted ৩:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta