
নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে আপন দুই ভাই–বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলেন, জান্নাতুল নূরী (৯) ও তার ছোট ভাই মুহাম্মদ হাসান। তারা টইটং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৌলভী হাসানের জুম এলাকার নুরুল আমিনের সন্তান।
নূরী টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি ও হাসান প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার দুপুরে তাদের মা ছকিনা বেগম দুই শিশুকে নিয়ে পশ্চিম সোনাইছড়িতে বড় বোন হাছিনা বেগমের বাড়িতে বেড়াতে যান।
সোমবার দুপুরে নূরী ও হাসান খালার বাড়ির উঠানে খেলছিলেন।
এ সময় মা ও খালা ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
অনেকক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবার পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
টইটং ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস মুহাম্মদ রুকুন উদ্দিন বলেন, শিশু দুজন মা’কে নিয়ে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
অসতর্কতার কারণে পুকুরে পড়ে তারা প্রাণ হারায়। ঘটনা খুবই হৃদয়বিদারক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।
শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।


Posted ৭:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta