
নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় সিআর সাজা প্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) সকালে কুতুবদিয়া থানার লেমশীখালী ইউনিয়নের ছিদ্দিক হাজীর পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক আসামি হলেন ওই এলাকার আবুল বশরের ছেলে মোঃ মিছবাহ উদ্দিন।
থানা সূত্রে জানা যায়, মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে ২০১০ সালের সিআর ০৬/২০১০ মামলায় বিজ্ঞ আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান,দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর পুলিশের অভিযানে গ্রেফতার হয় আসামি।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Posted ১১:৩২ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta