
কক্সবাংলা ডটকম :: চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে চোট পেলেন ফখর জ়ামান। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল থেকে আগেই বাদ পড়েছিলেন সাইম আয়ুব। এ বার ফখর জ়ামানের চোট চিন্তা বাড়াল।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলা হচ্ছে করাচিতে পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের মধ্যে। এই ম্যাচটা জয়ের উপর দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সফরটা নির্ভর করবে।
এই ম্যাচের পর পাকিস্তান খেলতে নামবে ভারতের বিরুদ্ধে আর নিউ জ়িল্যান্ড নামবে বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু এই প্রথম ম্যাচেই ধাক্কা খেল পাকিস্তান।
ঘটনাটি কী?
ম্যাচের দ্বিতীয় বলে ঘটনাটি ঘটে। বল করছিলেন শাহিন আফ্রিদি ও ব্যাটে ছিলেন উইল ইয়ং। একটি ফুলার লেংথ বল আউটসাইড অফের দিকে মারেন ইয়ং। হাফ ভলি বলটা মিড অফের দিকে দৌড়ে ধরতে চান ফখর জ়ামান। তিনি বল ধরতে গিয়ে নিজের হাঁটুতে চোট পান। সঙ্গে সঙ্গে তিনি বাউন্ডারির বাইরে গিয়ে বসে পড়েন। এর পর তাঁকে তুলে নেয় পাকিস্তান ও মাঠে নামানো হয় কামরান ঘুলামকে।
চোট পেলেন ফখর?
ফখর জ়ামানের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি। তবে যেই তৎপরতার সঙ্গে তাঁকে তুলে নেয় পাকিস্তান সেটা দেখে পাক সমর্থকদের মুখে হাসি খুব একটা বেশি চওড়া হবে না। পিসিবির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ফখর জ়ামানের পেশিতে টান লেগেছে এবং সেটার পরীক্ষা করা হচ্ছে, ধীরে ধীরে তাঁর চোটের আপডেট জানানো হবে।’ তাঁর চোটের জন্য তিনি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে পারবেন না।

Posted ৬:৪২ অপরাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta