রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

 জেরুজালেম নিয়ে আমেরিকার বিরুদ্ধে ভোট : ভারত সহ বিরোধী দেশগুলিকে হুমকি

শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
312 ভিউ
 জেরুজালেম নিয়ে আমেরিকার বিরুদ্ধে ভোট : ভারত সহ বিরোধী দেশগুলিকে হুমকি

কক্সবাংলা ডটম(২৩ ডিসেম্বর) :: জেরুজালেম নিয়ে যেসব দেশ আমেরিকার বিরুদ্ধে ভোট দিয়েছে, তাদের আর্থিক অনুদান কমানোরে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতও আমেরিকার বিরুদ্ধে ভোট দিয়েছে। তিনি বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে তার স্বীকৃতির সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে যে সেব দেশ ভোট দেবে তাদের অর্থনৈতিক সাহায্য কমবে।

বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কোটি-কোটি ডলার আর্থিক সাহায্য নিচ্ছে, আর আমাদেরই বিরুদ্ধে ভোট দিচ্ছে! কারা এ ভোট দেয় আমরা দেখছি। তারা আমাদের বিরুদ্ধে ভোট দিক। আমরাও প্রচুর অর্থ বাঁচাব। এতে আমাদের কিছু যায় আসে না।’

ট্রাম্পের আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি মঙ্গলবারই সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দিলে সদস্য দেশগুলোকে দেখে নেওয়ার হুমকি দেন। একটি চিঠিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রবিরোধী এ প্রস্তাবে কোন কোন দেশ ভোট দিচ্ছে প্রেসিডেন্ট তার রিপোর্ট চেয়েছেন।

পরে এক টুইটে হ্যালি বলেন, “জাতিসংঘে আমাদেরকে সবসময় বেশিকিছু করতে বলা হয়। বেশি বেশি সাহায্য দিতে বলা হয়। সুতরাং, আমরা যখন দেশের মানুষের ইচ্ছা অনুযায়ী আমাদের দূতাবাস সরানোর মতো কোনও সিদ্ধান্ত নেই, তখন যাদেরকে আমরা সাহায্য করেছি তারা আমাদেরই বিপক্ষে যাবে সেটি আশা করি না।”

চলতি মাসের গোড়ার দিকে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে সমগ্র বিশ্ব জুড়ে। আমেরিকার এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে বিভিন্ন দেশ। অনেক দেশে আবার এই সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। বিতর্কিত এই বিষয়টিকে হস্তক্ষেপ করে রাষ্ট্রসংঘ। চরম সিদ্ধান্তের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। যেখানে পরাস্ত হয়েছে আমেরিকার সিদ্ধান্ত। জয় হয়েছে প্যালেস্তাইনের।

রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে প্যালেস্তাইনের বিপক্ষে ভোট দেওয়ার জন্য কার্যত হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই রক্তচক্ষু উপেক্ষা করেও প্যালেস্তাইনের পক্ষেই ভোট দিয়েছে নয়াদিল্লি।

আন্তর্জাতিক কূটনৈতিক মহলের মতে, ভারত এবং প্যালেস্তাইনের পারস্পরিক সুসম্পর্ক দীর্ঘদিনের। সেই সম্পর্ক বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

অন্যদিকে, ভারত-মার্কিন সুসম্পর্কের বিষয়টিও কার অজানা নয়। গত এক দশকে বেশ উন্নত হয়েছে সেই সম্পর্ক। তবুও কেন আমেরিকার বিপক্ষে ভোট দিল ভারত? এই বিষয়ে সরকারিভাবে নয়াদিল্লির পক্ষ থেকে কেউ কোনও মন্তব্য করেননি।

 যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত : স্বামী

|   
রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত: স্বামী

 দলের উল্টো অবস্থানে হাঁটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর বক্তব্য, জেরুসালেম নিয়ে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়ে ‘বড় ভুল’ করেছে ভারত।

টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন,”রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইন-পন্থী প্রস্তাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ বিরোধী। কাশ্মীর ইস্যু ও ইসলামিক সন্ত্রাস হামলার ঘটনায় কোনওদিনই ভারতকে সমর্থন করেনি প্যালেস্তাইন। অন্যদিকে সবসময় ভারতের পাশে ছিল ইজরায়েল।”

It is against India’s national interest to vote for the pro-Palestine Resolution in the UNGA. Palestine has never supported India on Kashmir question and Islamic terror attacks. Israel has stood with India always.

বিজেপি সাংসদ আরও বলেন, ”পশ্চিমী জেরুসালেমে দূতাবাস সরাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত। বর্তমানে পবিত্র জেরুসালেম শহরকে বিভক্ত করেছে রাষ্ট্রসঙ্ঘ। পশ্চিম জেরুসালেম ইজরায়েলের অংশ। সুতরাং সেখানে দূতাবাস থাকতে পারে।”

West Jerusalem is UN recognised Israeli territory. Hence what is wrong if India’s Embassy is shifted to West Jerusalem?

স্বামীর কথার প্রতিধ্বনিই দেখা গিয়েছে নেটিজেনদের ভাবনা। টুইটারে বহু সংখ্যক মানুষ ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এহেন পদক্ষেপের সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের লোকজনই।
312 ভিউ

Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com