
বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাবের অভিযানে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলে- টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিব পাড়ার আব্দুল মোনাফের ছেলে মো. শাকের (৪০) ও নাজির পাড়ার গুরা মিয়ার ছেলে মো. জাকির (৩৫)।
শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টায় টেকনাফ সদর বড় হাবিরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি চালান এনে মো. শাকেরের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে- এমন তথ্যের বিজিবি ও র্যাব শাকেরের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় টয়লেটের ভেতর থেকে অভিনব কৌশলে লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় আরও তিনজন পাচারকারী পালিয়ে গেছে। গ্রেপ্তার আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Posted ৭:২৩ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta