
দীপন বিশ্বাস :: দূর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় কোর্ট স্যালেন্ডার করতে গিয়ে মো: রেজাউল করিম নামে কক্সবাজার জেলা পরিষদের নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, প্রশাসনিক উইংকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: আবদুর রহিম এই আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ২৭ মে ৫০ হাজার ঘুষের টাকাসহ কুতুবদিয়ার মৃত কবির আহমেদ এর ছেলে কামরুল হাসানকে হাতে নাতে গ্রেফতার করে।
এ সময় মূলহোতা কুতুবদিয়ার মোহাম্মদ ইসলামের ছেলে কক্সবাজার জেলা পরিষদ এর নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, প্রশাসনিক উইং মো: রেজাউল করিম পালিয়ে যায়।
ঘটনারদিন দুদক বাদী হয়ে মো: রেজাউল করিমকে প্রধান আসামী করে ১৩২৫ নং ফাঁদ মামলা রুজু করেন।
এরপর ২ জুন হাইকোর্টের এক আদেশে রেজাউল করিমকে ৩ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
সোমবার তিনি আদালতে আর্থসর্মপন করতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
কক্সবাজারস্হ দুদকের পিপি মো: আবদুর রহিম জানান, এই মামলায় তিনি পলাতক ছিলেন।
দুদক ও আসামি পক্ষের দীর্ঘ শুনানি শেষে তাকে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: আবদুর রহিম জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Posted ৯:৩৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta