শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নৌকার মনোনয়ন পাননি ৭১ এমপি : নতুন মুখ ১০৪

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
47 ভিউ
নৌকার মনোনয়ন পাননি ৭১ এমপি : নতুন মুখ ১০৪

কক্সবাংলা ডটকম(২৬ নভেম্বর) :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এবার মনোনয়ন পেয়েছেন—তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ ও দীপু মণি।

তবে ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এ কে এম খালিদ, খুলনা–৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

বিভিন্ন সংসদীয় আসনে এমন বেশ কয়েকজন এমপি এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি। কিছু স্থানে নতুন মুখ এসেছে, কিছু আসনে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি কিন্তু পুরোনো নেতা—   তাঁদের আবার মনোনয়ন দেওয়া হয়েছে। এবার মনোনীত প্রার্থীদের মধ্যে ১০৪ জনই নতুন মুখ। এই তালিকা থেকে বাদ পড়েছেন বর্তমান সরকারের ৬৯ জন এমপি; যারা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রীও রয়েছেন।

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এর মধ্যে কমপক্ষে ছয়টি আসনে একজন করে মনোনয়ন ফরম কেনেন। বাকি ২৯৪টি আসনে ৩ হাজার ৩৫৬ মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। ২৩ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

গত ১৫ নভেম্বর ভোটের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারি হবে ভোট গ্রহণ।

তফসিল অনুযায়ী, নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ তাদের জোটভুক্ত ও সমমনা দলগুলো তফসিলকে স্বাগত জানালেও বিএনপি এবং তাদের জোট ও আন্দোলনের শরিক দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের দুটি আসনে দল মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেনি আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি ছিলেন এমন ৭১ জন এবার দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন পেলেন না যেসব এমপি:

রংপুর বিভাগ
পঞ্চগড়–১ মজাহারুল হক প্রধান
ঠাকুরগাঁও–২ দবিরুল ইসলাম
রংপুর–৫ এইচ এন আশিকুর রহমান
কুড়িগ্রাম–৩ এম এ মতিন
কুড়িগ্রাম–৪ জাকির হোসেন
গাইবান্ধা–৪ মনোয়ার হোসেন চৌধুরী

রাজশাহী বিভাগ
বগুড়া–৫ হাবিবর রহমান
নওগাঁ–৩ ছলিম উদ্দীন তরফদার
নওগাঁ–৪ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক
রাজশাহী–৩ আয়েন উদ্দিন
রাজশাহী–৪ এনামুল হক
রাজশাহী–৫ মনসুর রহমান
সিরাজগঞ্জ–২ হাবিবে মিল্লাত
সিরাজগঞ্জ–৪ তানভীর ইমাম
সিরাজগঞ্জ–৬ মেরিনা জাহান কবিতা
পাবনা–৪ নুরুজ্জামান বিশ্বাস

খুলনা বিভাগ
মেহেরপুর–২ সাহিদুজ্জামান খোকন
ঝিনাইদহ–৩ শফিকুল আজম খান
যশোর–২ নাসির উদ্দিন
যশোর–৪ রণজিত কুমার রায়
মাগুরা–১ সাইফুজ্জামান শিখর
বাগেরহাট–৪ আমিরুল আলম মিলন
খুলনা–১ পঞ্চানন বিশ্বাস
খুলনা–৩ বেগম মন্নুজান সুফিয়ান
খুলনা–৬ আক্তারুজ্জামান বাবু
সাতক্ষীরা–২ মীর মোস্তাক আহমেদ রবি
সাতক্ষীরা–৪ এস. এম. জগলুল হায়দার

বরিশাল বিভাগ
বরগুনা–২ শওকত হাচানুর রহমান রিমন
বরিশাল–২ শাহে আলম
বরিশাল–৪ পংকজ নাথ

ঢাকা বিভাগ
টাঙ্গাইল–৩ আতোয়ার রহমান খান
টাঙ্গাইল–৪ মোহাম্মদ হাছান ইমাম খাঁন
টাঙ্গাইল–৫ ছানোয়ার হোসেন
টাঙ্গাইল–৮ জোয়াহেরুল ইসলাম
কিশোরগঞ্জ–২ নূর মোহাম্মদ
মানিকগঞ্জ–১ নাইমুর রহমান দুর্জয়
ঢাকা–৫ কাজী মনিরুল ইসলাম মনু
ঢাকা–৭ হাজী সেলিম
ঢাকা–১০ শফিউল ইসলাম মহিউদ্দিন
ঢাকা–১১ এ. কে. এম. রহমতুল্লাহ
ঢাকা–১৩ সাদেক খান
ঢাকা–১৪ আগা খান মিন্টু
গাজীপুর–৩ ইকবাল হোসেন সবুজ
নরসিংদী–৩ জহিরুল হক ভূঁইয়া মোহন
ফরিদপুর–১ মঞ্জুর হোসেন বুলবুল
ফরিদপুর–৩ খন্দকার মোশাররফ হোসেন

ময়মনসিংহ বিভাগ
জামালপুর–১ আবুল কালাম আজাদ
জামালপুর–৪ মুরাদ হাসান
জামালপুর–৫ মোজাফফর হোসেন
শেরপুর–৩ এ কে এম ফজলুল হক
ময়মনসিংহ–৩ নাজিম উদ্দিন আহমেদ
ময়মনসিংহ–৫ কেএম খালিদ বাবু
ময়মনসিংহ–৯ আনোয়ারুল আবেদীন খান
নেত্রকোণা–১ মানু মজুমদার
নেত্রকোণা–৫ ওয়ারেসাত হোসেন বেলাল

সিলেট বিভাগ
সুনামগঞ্জ–১ মোয়াজ্জেম হোসেন রতন
সুনামগঞ্জ–২ জয়া সেনগুপ্ত
সিলেট–৫ হাফিজ আহমেদ মজুমদার
মৌলভীবাজার–৩ নেছার আহমদ
হবিগঞ্জ–১ গাজী মোহাম্মদ শাহনওয়াজ
হবিগঞ্জ–২ আব্দুল মজিদ খান

চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া–৫ এবাদুল করিম বুলবুল
কুমিল্লা–১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া
কুমিল্লা–৮ নাছিমুল আলম চৌধুরী
চাঁদপুর–১ মহিউদ্দীন খান আলমগীর
চাঁদপুর–২ নূরুল আমিন রুহুল
নোয়াখালী–৬ বেগম আয়েশা ফেরদাউস
চট্টগ্রাম–১ মোশাররফ হোসেন
চট্টগ্রাম–৪ দিদারুল আলম
চট্টগ্রাম–১২ সামশুল হক চৌধুরী
কক্সবাজার–১ জাফর আলম

নৌকার মনোনয়ন পাওয়া নতুন ১০৪ জন প্রার্থী হলেন-

পঞ্চগড়-১ নাইমুজ্জামান ভুইয়া, ঠাকুরগাঁও-২ মো.মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমান, রংপুর-১ রেজাউল করিম রাজু, রংপুর-৩ তুষার কান্তি মন্ডল, রংপুর-৫ রাশেক রহমান, কুড়িগ্রাম-২ জাফর আলী, কুড়িগ্রাম-৩ সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান, গাইবান্ধা-১ আফরোজা বারী, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ।

বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান, বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ মজিবর রহমান মজনু, বগুড়া-৭ মো. মোস্তফা আলম, নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ নাহিদ মোরশেদ, রাজশাহী-২ মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ মো. আব্দুল ওয়াদুদ, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম, পাবনা-৪ গালিবুর রহমান শরীফ, মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ-৩ সালাউদ্দিন মিরাজী।

যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৪ এনামুল হক বাবু, মাগুরা-১ সাকিব আল হাসান, বাগেরহাট-৪ বদিউজ্জামাল সোহাগ, খুলনা-১ ননি গোপাল মন্ডল, খুলনা-৩ এসএম কামাল হোসেন, খুলনা-৬ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এসএম আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৩ খালেদ হোসাইন, বরিশাল-৪ ড. শাম্মী আহমদ, বরিশাল-৬ আব্দুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান।

টাঙ্গাইল-৩ কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ মো.মাজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মো. মামুনুর রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-৪ মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ, শেরপুর-৩ শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফা আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, নেত্রকোণা-১ মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোণা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ।

ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বী খান, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়দার, ফরিদপুর-১ আব্দুর রহমান, ফরিদপুর-৩ শামীম হক, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মো. সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ।

মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন, চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী-৩ আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এসএম আল মামুন, চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম, কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

47 ভিউ

Posted ৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : coxsbazar press club building(1st floor),shaheed sharanee road,cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com