
নেজাম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল নুর নামের দুই বছর বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল নুর ওই এলাকার হোসেন আলী প্রকাশ বাবুলের মেয়ে।
জানা গেছে, শনিবার সকালে জান্নাতুল নুর উঠানে খেলছিল।
কোন এক সময় খেলার ফাঁকে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুর পিতা তাকে পুকুর থেকে উদ্ধার করে।
পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল নুরকে মৃত ঘোষণা করেন।
শিশু নুরের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম পুকুরের ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Posted ৬:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta