আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবা সহ ১জনকে আটক করেছে ১১বিজিবি।
সোমবার (১৭জুলাই ) ভোর সাড়ে ৪টার সময়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকা তাকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলো ,নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মো: কামাল (২৪)।
নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমন্ডার ও অধিনায়ক লে: কর্নেল রেজাউল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টিম নাইক্ষ্যংছড়ি সদরে ইউনিয়নের কম্বনিয়া চেরারকুল নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: কামাল নামের একজনকে আটক করতে সক্ষম হয়েছে।তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি করে ১৮ হাজার ২শ ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক অভিযানে ১৬-১৭ জুলাই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকা হতে ৬ হাজার ৭শ ৭৩ কেজি সুপারি, ৯০ প্যাকেট পিনাট চকলেট এবং ২টি মিনি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে।
বিজিবির এক প্রেস ব্রিফিং জানান,জানুয়ারি ২০২৩ হতে ১৭ জুলাই ২০২৩ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি কর্তৃক গবাদিপশু এবং সুপারি নিলামের মাধ্যমে প্রায় ২৬কোটি সরকারী কেষাগারে জমা করতে সক্ষম হযেছে।
১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন চোরাচালান প্রতিরোধে ১১বিজিবি কঠোর অবস্থানে রয়েছে ।
এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান বিজিবি অধিনায়ক।
এতে স্থানীয় চোরাকারবারিরা এখন বেকায়দায় পড়েছে। সীমান্ত জনপদের অনেকেই স্থানীয় গণমাধ্যমকর্মীদের এমন তথ্য জানিয়েছেন।
Posted ৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩
coxbangla.com | Chanchal Das Gupta