বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত তিন কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের দুই সদস্যকে।
বুধবার সকালে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার তিন কিশোর হলো মো. জায়েদ, মো. রাহাত ও মো. ছাদেক।
তারা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার বাসিন্দা।
কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে তিনজন অপহরণের শিকার হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. ডালিম (১৯) ও মেহেদী হাসান (১৯)।
দুজনেরই বাড়ি ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ায়।
জেলা পুলিশ সুপার মো. মাহাফজুল ইসলাম বলেন,কক্সবাজারে বেড়াতে আসা তিন কিশোরকে অপহরণের পর তাদের পরিবারের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এর মধ্যে বিকাশের মাধ্যমে একটি হিসাবে ২০ হাজার টাকাও পাঠানো হয়।
এর সূত্র ধরে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করে পুলিশ।
পরে গহিন পাহাড়ে টানা ৯ ঘণ্টার অভিযানে অপহৃত কিশোরদের উদ্ধার ও অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, তিন কিশোরকে অপহরণের ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় বুধবার দুপুরে মামলার পর দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta