মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মনজুর আলম।
প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর তাজ জনি।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন-কেজি স্কুলের প্রধান শিক্ষক শহিদুল হক।
এতে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলা ও ইংরেজিতে বক্তব্য ও কবিতা আবৃত্তি করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, উত্তর লরাবাক সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক শাব্বির আহমদ এবং ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদিউর রহমান।
উপস্থিত ছিলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ খান, মোঃ রেজাউল করিম, তারেকুল হাসান (তারিক) ও ঈদগাহ কেজি স্কুলের নুরুল আমিন হেলালী, জালালবাদের এম ইউ পি নুরুল হুদা ও স্থানীয় রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মামুনুর রশিদ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চলতি বছর অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
coxbangla.com | Chanchal Das Gupta