Home কক্সবাজার রামুতে তীব্র গরমে এক মহিলার মৃত্যু

রামুতে তীব্র গরমে এক মহিলার মৃত্যু

735
SHARE

খালেদ হোসেন টাপু(২৩ মে) :: কক্সবাজারের রামুতে অতিরিক্ত গরমে এক বৃদ্ধা মহিলা মৃত্যুবরন করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রামু বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়,মঙ্গলবার লামা মেয়ের শ্বশুর বাড়ি থেকে নাইক্ষ্যংছড়ি চাকঢালা নিজের বাড়িতে যাওয়ার জন্য গাড়ীর অপেক্ষায় ছিলেন। অপেক্ষারত অবস্থায় প্রচন্ড তাপে তিনি প্রথমে বুমি এবং পরে অজ্ঞান হয়ে পড়ে।

তাকে বাইপাসে উপস্থিত জনতা দ্রুত রামু হাসপাতালে নিয়ে যায়। সেখানকান কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

SHARE