Home বিনোদন জুটি বাঁধছেন শহিদ-কারিনা !

জুটি বাঁধছেন শহিদ-কারিনা !

116
SHARE

কক্সবাংলা ডটকম(৩১ জানুয়ারি) :: শহিদ কাপুরের সঙ্গে নাকি আবার জুটি বাঁধছেন কারিনা কাপুর খান। অবাক হচ্ছেন শুনে? ভাবছেন, দু’জনেই তো এখন ঘোরতর সংসারী। তাহলে একসঙ্গে দু’জনের জুটি হবে কীভাবে?

বলিউডের খবর, পরিচালক ইমতিয়াজ আলির সিনেমায় নাকি এবার ফের একসঙ্গে দেখা যাবে শহিদ কাপুর এবং কারিনা কাপুর খানকে। ‘যব উই মেট’-এর পর এবার ফের ইমতিয়াজ আলির সিনেমায় দেখা যাবে শহিদ-কারিনাকে। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।

যদিও সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইমতিয়াজ আলি নাকি জানিয়েছেন, শহিদ কাপুরের সঙ্গে তিনি ফের কাজ করবেন। তবে ওই সিনেমায় শহিদের বিপরীতে কারিনা থাকবেন কি না, তা খোলসা করে জানাননি ইমতিয়াজ।

SHARE