Home খেলা দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ শুরু : দাপুটে জয় ভারতের

দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ শুরু : দাপুটে জয় ভারতের

120
SHARE

কক্সবাংলা ডটকম(১ ফেব্রুয়ারী) :: ফ্যাফ ডু’প্লেসির অধিনায়োকচিত শতরানের যথাযোগ্য জবাব দিলেন ক্যাপ্টেন বিরাট৷ রান তাড়া করতে নেমে কোহলির দুরন্ত সেঞ্চুরিতে রামধনুর দেশে জয় দিয়ে ওয়ান-ডে সিরিজ শুরু করল ভারত৷

এক্ষেত্রে বিরাট দোসর হিসেবে সঙ্গে পান অজিঙ্কা রাহানেকে৷ চার নম্বরে ব্যাট করতে নেমে টেস্ট সিরিজের উপেক্ষিত অজিঙ্কা অনবদ্য হাফসেঞ্চুরি করেন৷ দু’জনের মিলিত প্রচেষ্টায় সিরিজের প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে পরাজিত করে ভারত৷

টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে৷ জবাবে ৪৫.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ রান তুলে নেয় ভারত৷

SHARE