
হুমায়ূন রশিদ,টেকনাফ(৭ ফেব্রুয়ারী) :: টেকনাফ মডেল থানা পুলিশ চন্দনাইশে অভিযান চালিয়ে আতœগোপনে থাকা শিশু ধর্ষন মামলার এক আসামীকে আটক করেছে।
সুত্র জানায়,৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় টেকনাফ মডেল থানার এসআই মহির উদ্দিন খান কললিষ্টের সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ ফোর্স নিয়ে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া হতে আতœগোপনে থাকা টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর মৃত আবু আলমের পুত্র নুরুল আলম প্রকাশ গুরা মিয়া (৪১) কে আটক করে।
সে টেকনাফ মডেল থানা নারী ও শিশু নির্যাতন মামলা নং-০৪/০৩/১২/১৭ইং আসামী।
টেকনাফ মডেল থানার অফির্সাস ইনচার্জ মোঃ মাইন উদ্দিন খান ধর্সণ মামলার আসামী আটক অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
