Home বিনোদন রণবীর সিং এর কলেজ জীবনের প্রেমিকার ছবি ফাঁস

রণবীর সিং এর কলেজ জীবনের প্রেমিকার ছবি ফাঁস

183
SHARE

কক্সবাংলা ডটকম(১৯ ফেব্রুয়ারী) :: আজকে তিনি সকলের প্রিয় রণবীর সিং কিংবা ‘পদ্মাবত’র আলাউদ্দিন খলজি। তবে সেদিন, যখনও রণবীর অভিনেতা হিসাবে এত জনপ্রিয় হননি। সেই কলেজের দিনগুলোতে রণবীর সিং কেমন ছিলেন? এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

সম্প্রতি, রণবীর ফ্যান ক্লাবের মাধ্যমে অভিনেতার কলেজ জীবনের একটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। যেখানে রণবীরকে বেশ রকস্টার লুকেই দেখা গেছে।
ছবিতে দেখা যাচ্ছে কলেজ জীবনেও বেশ বড় বড় চুলই রাখতেন রণবীর, তার কানে দুলও রয়েছে। তবে রণবীরকে জড়িয়ে রয়েছেন যে নারী তিনি ঠিক কে এটা বোঝা যাচ্ছে না…। হতে পারেন তিনিই সেই রণবীরের কলেজ জীবনের সাবেক প্রেমিকা।

মিলেছে রণবীরের স্কুল জীবনের একটি ছবিও…

আপাতত রণবীর আলিয়া ভাটের বিপরীতে ‘গুল্লি বয়’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর। ‘গুল্লি বয়’, রোহিত শেঠির ‘সিম্বা’, কবীর খানের ‘৮৩’ সহ একাধিক ছবি রয়েছে তার হাতে।

সম্প্রতি রণবীরের প্রথম অভিনয় ক্লাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

SHARE