Home খেলা ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে এগিয়ে ম্যাঞ্চেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে এগিয়ে ম্যাঞ্চেস্টার সিটি

154
SHARE

কক্সবাংলা ডটকম(৫ মার্চ) :: প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়দের হারাল ম্যাঞ্চেস্টার সিটি৷ লিগের ২৯ নম্বর ম্যাচে চেলসির বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল পেপে গুয়ার্দিওলার দল৷ ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন বার্নাডো সিলভা৷

এই মরসুমের প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ২৫ জয়ে ৭৮ পয়েন্ট সহ লিগ জয়ের কাছাকাছি থাকল ম্যান সিটি৷ রবিবার এতিহাদ স্টেডিয়ামে আক্রমনাত্মক শুরু করেও প্রথমার্ধে চেলসির ডিফেন্স ভাঙ্গতে পারেননি গুয়ার্দিওলার শিষ্যরা৷

যদিও খেলার ২৮ মিনিটে দারুন সুযোগ নষ্ট করে ক্লাবটি৷ কেভিন ডি ব্রুইন এবং লেরয় সানের মিলিত প্রয়াসেও প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারেনি ম্যান সিটি৷গোলশূন্য অবস্থায় কাটে খেলার প্রথমার্ধ৷

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ দেখে ম্যান সিটি৷ ডেভিড সিলভার বাঁদিকের ক্রশ পাসকে হালকা টাচে চেলসির জালে ফেলেন সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভা৷১-০ এগিয়ে যায় সিটি৷

খেলার শেষ পর্যন্ত ১-০ ব্যবধান অপরিবর্তিত থাকে৷ এই জয়ের সঙ্গেই দ্বিতীয় স্থানে থাকা লিভাপুলের থেকে ১৮ পয়েন্টে এগিয়ে প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে সবচেয়ে আগে থাকল পেপে গুয়ার্দিওলার দল৷

SHARE