Home কক্সবাজার চকরিয়া শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

চকরিয়া শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

118
SHARE

মুকুল কান্তি দাশ,চকরিয়া(১৩ মার্চ) :: কক্সবাজারের চকরিয়ার শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অনুষ্টান গতকাল মঙ্গলবার মাতামুহুরী ও যমুনা গ্রুপের বিতর্ক প্রতিযোগীতার মাধ্যমে শুরু হয়। আগামী ১৯ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা।

১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৬টি বিভাগের বিতর্ক, ১৭ মার্চ ক্রীড়া ও ১৮ মার্চ সাংস্কৃতিক প্রতিযোগীতার পর ১৯ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্টান হবে।

মঙ্গলবার দুপুর ২টায় বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন- চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এম জাহেদ চৌধুরী।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএস ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন- বিদ্যালয়ের দাতা সদস্য শিক্ষক মোহাম্মদ ফয়সল চৌধুরী।

অনুষ্টানে বক্তব্য রাখেন-সিনিয়র শিক্ষক মো.নুরুচ্ছফা, মাস্টার রতন কুমার সুশীল, রফিকুল ইসলাম, শওকত ওসমান, সিরাজুল হক, রেবেকা সুলতানা, রিংকু শীল, নুসরাত হোসাইন, আসহাব উদ্দিন প্রমুখ।

SHARE