
মোঃ রেজাউল করিম,ঈদগাঁও(২০ মার্চ) :: ককসবাজারের ঈদগড় থেকে নারী নির্যাতন মামলায় ১জনকে আটক করা হয়েছে ।
২০শে মার্চ সন্ধ্যায় স্থানীয় বাজারে জারি গানের আসর থেকে তাকে আটক করা হয় ।
আটক আসামীর নাম সাহাব উদ্দিন (৩৪) । সে পূর্ব হাছনা কাটার জমির উদ্দিনের পুত্র । সে তিন সন্তানের জনক ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ককসবাজার এ দায়েরকৃত মামলায় ঈদগড় আর,আর পুলিশ ফাঁড়ির এসআই মোর্শেদ তাকে আটকের সত্যতা নি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পাহাড় কাটার মামলা ও রয়েছে বলে জানা গেছে । মামলার বাদী হচ্ছেন তার স্ত্রী মর্জিনা আক্তার । মামলা নং-১০০৯ ।
তিনি সদর উপজেলার জালালাবাদের দক্ষিণ লরাবাকের মৃত বেলাল আহমেদের মেয়ে । ধৃত ব্যকতি দীর্ঘ দিন সৌদি আরবে থাকার সুবাদে সেখানে দ্বিতীয় বিয়ে করেন । অন্যদিকে দেশে থাকা স্ত্রী কে নানা ভাবে নির্যাতন করছিল বলে অভিযোগ বাদীর ।
