Home কক্সবাজার কক্সবাজার সফরে বুধবার আসছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

কক্সবাজার সফরে বুধবার আসছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

82
SHARE

প্রেস বিজ্ঞপ্তি(৮ মে) :: কক্সবাজারে একদিনের সফরে বুধবার আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ।

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে তিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন।

হযরত পীর সাহেব চরমোনাইর আগমন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বাদে জুহুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে জেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব বদিউল আলম, সাধারণ সম্পাদক এ আর এম ফরিদুল আলম, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, ইসলামী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ হোছাইন মুহাম্মদ মোস্তাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওঃ কায়সার হামিদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সহ-সভাপতি মোঃ কাউছার ইসলামী আন্দোলন কক্সবাজার পৌর সহ-সভাপতি মাওঃ বদিউল আলম, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

SHARE