তপসী বালা মজুমদার,(ঢাকা):: ১২ ই মে সারা বিশ্বে উদযাপন করা হয় আর্ন্তজাতিক নার্সিং দিবস।স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে নার্সিং পেশার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আধুনিক নার্সিং ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিংঙ্গেল ।
তার জন্মদিন ১২ মে এর প্রতি সম্মান প্রদর্শন করতেই এদিনটিকে বেছে নেয়া হয়েছে নার্সিং দিবস রুপে। জনগনের চিকিৎসা সেবায় নার্সদের দায়িত্বশীলতা বাড়ানোর জন্য এ দিবসটি গুরুত্বপূর্ণ ।
পাশাপাশি নার্সিং এর মত মহান পেশায় নিয়োজিত মানুষ গুলোও যেন তাদের সেবা ও ত্যাগের স্বীকৃতি পায় এটিও দিবসটি পালনের অন্যতম লক্ষ্য।জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস বিভিন্ন কর্মসূচি নেয় নার্সিং দিবসটিকে ঘিরে ।
এই প্রতিষ্ঠানটি (আই সি এন) সারা বিশ্বের ১৯ মিলিয়ন নার্সের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ নার্সিং সংগঠন। যেখানে ১৩০ টির ও বেশি ন্যাশনাল নার্সেস এসোসিয়েশন মিলিত হয়ে একযোগে কাজ করে থাকে।
এবছর অর্থাৎ ২০১৮ এর নার্সিং দিবস এর প্রতিপাদ্য (থিম) “নার্সেস এ ভয়েস টু লিড । হেলথ ইজ এ হিউম্যান রাইট।”
লেখক : তপসী বালা মজুমদার
নার্সিং অফিসার
ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি,ঢাকা
নার্সিং অফিসার
ন্যাশনাল ইনিস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজি,ঢাকা
