Home খেলা ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের সূচি চূড়ান্ত

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের সূচি চূড়ান্ত

121
SHARE

কক্সবাংলা ডটকম(১৬ মে) :: চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। এটি হবে ক্যারিবীয়তে টাইগারদের চতুর্থ সফর।

মার্চ-এপ্রিলে সিরিজটি হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ ও উইন্ডিজের বিশ্বকাপ বাছাইপর্বের কারণে দুই বোর্ডের মতের মিলে সেটি পরিবর্তন করে আনা হয় জুনে।

মঙ্গলবার সেই ক্যারিবীয় সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

প্রায় ৪৮ দিনের ক্যারিবীয় মিশনে আগামী ২০ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজে থাকছে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০।

এক সপ্তাহর ক্যাম্পের পর আন্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ। একই ভেন্যুতে ৪ জুলাই প্রথম টেস্ট। তিনদিনের বিরতির পর জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের সাথে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ২২ এবং ২৫ জুলাই গায়ানায়। শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে। একই ভেন্যুতে ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি হবে ৪ ও ৫ আগষ্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরসূচি:

Facebook Comments
SHARE