Home কক্সবাজার টেকনাফে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ

টেকনাফে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা জব্দ

99
SHARE

হুমায়ুন রশীদ,টেকনাফ(১৫ মে) :: কক্সবাজারের টেকনাফ মহাসড়কের নেটংপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় অটোরিকশা থেকে তিন লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ অভিযানে কাওকে আটক করা সম্ভব হয়নি। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাগুলো জব্দ করা হয়।

টেকনাফ বিজিবি-২ এর অতিরিক্ত অধিনায়ক কাজী মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএনজিচালিত অটোরিকশাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় ওই থামতে বললে অটোরিকশাটি রেখে পালিয়ে যান চালক ও দুই আরোহী।

পরে ওই অটোরিকশা তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

SHARE