Home কক্সবাজার কক্সবাজারের কুতুপালংয়ে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত : আহত-২

কক্সবাজারের কুতুপালংয়ে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত : আহত-২

138
SHARE

মোসলেহ উদ্দিন,উখিয়া(১৯ মে) :: কক্সবাজারের উখিয়া-টেকনাফে সড়কের কুতুপালং চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন ষ্টেশনে ট্রাক ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

১৯ মে শনিবার সকাল সাড়ে ৭টায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১৫ বছরের এক শিশুর অবস্থাও অাশংকাজনক বলে জানা গেছে।

নিহত দূর্ঘটনা টমটম চালক রিদুয়ানুর রহমান বাবু (১৮)উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পূর্ব ডিগলিয়াপালং গ্রামের নুরুল হক সওদাগরের ছেলে। এসময় আহত হয়েছে টমটমের যাত্রী একই এলাকায় জালাল আহমদের ছেলে আবদুল আলম(২৮) ও ছৈয়দ আহমদের ছেলে শাহ আলম(১৫)।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ পর্যন্ত একজনের মৃত্যূ হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাগতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক আটক করা হয়েছে।

SHARE