Home কক্সবাজার কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ রাজবিহারি চৌধুরী গুরুতর অসুস্থ : আইসিউ’তে ভর্তি

কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ রাজবিহারি চৌধুরী গুরুতর অসুস্থ : আইসিউ’তে ভর্তি

146
SHARE

প্রেস বিজ্ঞপ্তি(১৯ মে) :: কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক পি.টি.আই সুপারিনটেনডেন্ট বাবু রাজবিহারি চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রামের মেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারিরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে আইসিউ’তে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বাবু রাজবিহারি চৌধুরী কক্সবাজারসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সহিত দীর্ঘদিন জড়িত আছেন।

রোগমুক্তি কামনা: এক বিবৃতিতে রাজবিহারী চৌধুরীর সুস্থতা কামনা করেছেন জেলার প্রাচিন সঙ্গীত বিদ্যাপিঠ সঙ্গীতায়তন এর পক্ষে সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন ও সাধারণ সম্পাদক এড. সেলিম নেওয়াজ।

SHARE