Home কক্সবাজার কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে আবৃত্তি প্রতিযোগিতা ২৪ মে

কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে আবৃত্তি প্রতিযোগিতা ২৪ মে

290
SHARE

প্রেস বিজ্ঞপ্তি(২০ মে) :: আগামী ২৪ মে ১১ জৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মদিন।

এ দিনটি উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কক্সবাজার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে সকাল ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা ধরন:

আবৃত্তি প্রতিযোগিতা: ৩য়-৪র্থ শ্রেণি, লিচু চোর কবিতার ১৮লাইন, ৫ম-৬ষ্ঠ শ্রেণি, ‘চাষী’ কবিতা, ৭ম-৮ম শ্রেণি, ‘কা-ারি হুশিয়ার’ কবিতা, ৯ম-১০ম শ্রেণি, ‘সাম্যবাদী’ কবিতা আবৃত্তি করতে হবে।

উক্ত আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার প্রধান সমন্বয়ক খোরশেদ আলম।

SHARE