Home আন্তর্জাতিক বিশ্বের ধনীতম দেশ আমেরিকা, ষষ্ঠ ধনী ভারত

বিশ্বের ধনীতম দেশ আমেরিকা, ষষ্ঠ ধনী ভারত

147
SHARE

কক্সবাংলা ডটকম(২০ মে) :: বিশ্বের ষষ্ঠ ধনী দেশ ভারত। অর্থ ও সম্পদে বিশ্বের অনেক দেশের তুলনায় এগিয়ে আছে ভারত। ভারতের মোট সম্পদের মূল্য ৮,২৩০ বিলিয়ন মার্কিন ডলার।

AfrAsia Bank Global Wealth Migration Review-এর সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বিশ্বের ধনীতম দেশ আমেরিকা, যাদের সম্পদ ৬২,৫৮৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চিন (২৪,৮০৩ বিলিয়ন ডলার) ও জাপান (১৯,৫২২ বিলিয়ন ডলার)।

দেশের সমস্ত মানুষের মোট সম্পদের পরিমাণ মিলিয়ে এই মূল্য ধার্য কুরা হয়েছে। এর মধ্যে থাকছে নগদ টাকা, ব্যবসা, সম্পত্তি ইত্যাদি। তবে এর মধ্যে সরকারি সম্পত্তি ধরা হয়নি। বড় দেশের ক্ষেত্রে জনসংখ্যা বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মোট সম্পত্তির পরিমাণ অনেক বেশি হয়েছ।

প্রথম দশে আরও যেসব দেশ জায়গা করে নিয়েছে, সেগুলি হল ব্রিটেন, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ইতালি।

ভরতে গত ১০ বছরে আইটি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে ২০০ শতাংশ লাভ বেড়েছে। আগামিদিনে চিনও অর্থনীতিতে আরও এগিয়ে যাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।

SHARE